সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিলের শুরুতেই হাঁকিয়ে ব্যাটিং গ্রীষ্মের। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমের দাবদাহ থেকে পড়ুয়াদের মুক্তি দিতে আগামী ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি (Summer Vacation) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।
মমতা বলেন, "গরমটা বেশি। তাই প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ে যাবে। এছাড়া ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী। ১৪ এবং ১৫ এপ্রিল পয়লা বৈশাখের জন্য ছুটি। এছাড়া বেশ কয়েকটা রবিবার আছে। ৩০ এপ্রিলের মধ্যে বারো-তেরোদিন ছুটির মধ্যে চলে যাবে। আগে মে মাসে ছুটি পড়ত। এখন গরমটা বেশি। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষামন্ত্রীও আমাকে জানিয়েছে ছুটিটা ৩০ এপ্রিল থেকে পড়বে।"
উল্লেখ্য, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের সামান্য নিচে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। ফলে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের। হাওয়া অফিস বলছে, আজ উপকূল ও পশ্চিমের জেলায় ঝড়, বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বৃষ্টির হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার কলকাতা-সহ ও রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।