shono
Advertisement
KKR

পাওয়ার হিটিংয়ের যুদ্ধ ইডেনে, নজর গুরু বনাম শিষ্যের লড়াইয়েও

ইডেনে গুরু-শিষ্যের লড়াইয়ে জিতবেন কে?
Published By: Anwesha AdhikaryPosted: 04:04 PM Apr 03, 2025Updated: 04:04 PM Apr 03, 2025

আলাপন সাহা: ট্রাভিস হেড রয়েছেন। অভিষেক শর্মা রয়েছেন। ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেনের মতো পাওয়ার হিটারের মাঝেও তাঁকে নিয়ে বিস্তর চর্চা চলছে। বৃহস্পতিবার ইডেনে শুধু কেকেআর বনাম সানরাইজার্স যুদ্ধ নয়, এক গুরু আর শিষ্যের লড়াইও হতে চলেছে। কিছুদিন আগে কাউকে জিজ্ঞেস করলে অনিকেত বর্মার নাম খুব একটা কেউ বলতে পারতেন না! এখন অনিকেত নামটা কারও অজানা নয়। মধ্যপ্রদেশের হয়ে খুব বেশি ক্রিকেট খেলেননি। চারটে মাত্র টি-টোয়েন্টি খেলেছেন। অনিকেতকে যিনি খুব কাছ থেকে দেখেছেন, তিনি বর্তমানে কেকেআর টিমের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

Advertisement

ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের দায়িত্বে রয়েছেন পণ্ডিত। ইডেনে এদিন প্র্যাকটিস করার মাঝে চন্দ্রকান্তকে দেখেই এগিয়ে এলেন অনিকেত। তারপর দু'জনের বেশ কিছুক্ষণ আড্ডা চলল। কেকেআর কোচ নিজেও খুব ভালো করে জানেন যে হেড, অভিষেকদের মতো অনিকেত নিয়েও তাঁর টিমকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। অনিকেতকে প্রথমবার মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে দেখেছিলেন অময় খুরেশিয়া। প্রথম দর্শনেই ভারতের প্রাক্তন ক্রিকেটারের মনে হয়েছিল, এ ছেলে অনেক দূর যাবে। বুধবার সন্ধেয় ফোনে খুরেশিয়া বলছিলেন, "এমপিএলে আমি ওকে প্রথম দেখি। দেখেই ভালো লেগে যায়। ছেলেটার সবচেয়ে বড় গুণ হল, সব ধরনের শট খেলতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে অনিকেতকে ওরকম মারকুটে ক্রিকেট খেলতে দেখে অনেকের মনে হতে পারে ও স্লগার। আদতে সেটা নয়। ওর টেকনিক অসম্ভব ভালো। তাই জন্য যে কোনও পজিশনে ব্যাট করতে পাঠান, দেখবেন ও একইরকম সাবালীলভাবে ব্যাটিং করছে। ওর কনুইয়ের পজিশন খুব ভালো থাকে। যার ফলে ব্যাটিংয়ের ক্ষেত্রে কখনও সমস্যা হয় না। এতটুকু বাড়িয়ে বলছি না, অনিকেত একেবারে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার।"

শুধু টি-টোয়েন্টি ফরম্যাট নয়, সব ধরনের ফরম্যাটেই অনিকেত সফল হবেন বলে বিশ্বাস খুরেশিয়ার। বলছিলেন, "আমার মনে হয়, অনিকেত এখনও পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছে, সেটা শুধু মাত্র একটা শুরু। আগামী ম্যাচগুলোতে দেখবেন ও আরও ভালো ব্যাটিং করছে। টি-টোয়েন্টি, ওয়ান ডে, লাল বলের ক্রিকেট-যে কোনও ফরম্যাটেই অনিকেত একইরকম সফল হবে। ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। যদি নিজেকে ধরে রাখতে পারে, ভারতীয় ক্রিকেট আরও এক প্রতিভা পেতে চলেছে।" সে যখন হবে, দেখা যাবে। আপাতত ইডেনে গুরু-শিষ্যের লড়াইয়ে এখন কে জেতেন, সেটা দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের দায়িত্বে রয়েছেন পণ্ডিত।
  • অনিকেতকে প্রথমবার মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে দেখেছিলেন অময় খুরেশিয়া।
  • অনিকেতকে ওরকম মারকুটে ক্রিকেট খেলতে দেখে অনেকের মনে হতে পারে ও স্লগার। আদতে সেটা নয়।
Advertisement