shono
Advertisement

‘ঝোড়ো ইনিংস, তোমার জন্য গর্বিত’, দুরন্ত ব্যাটিংয়ের পর স্বামীকে ‘বিরাট’ সার্টিফিকেট অনুষ্কার

মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন বিরাট।
Posted: 10:08 AM Oct 23, 2023Updated: 10:10 AM Oct 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পাঁচ রানের জন্য ফস্কেছেন সেঞ্চুরি। হাতছাড়া হয়েছে শচীন তেণ্ডুলকরের নজির ছোঁয়ার সুযোগ। তবে স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) থেকে দুরন্ত ইনিংসের জন্য বড়সড় সার্টিফিকেট পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৯৫ রান করার পরে দেশবাসীর প্রশংসায় ভাসছেন কিং কোহলি। শুভেচ্ছা জানানোর সেই তালিকায় নাম লেখালেন বিরাটপত্নীও। ইনস্টগ্রাম স্টোরিতে স্বামীর ভূয়সী প্রশংসা করলেন বলিউড অভিনেত্রী।

Advertisement

রবিবার ধর্মশালা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে ভারত (India vs New Zealand)। ২৭৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে একটা সময় পরপর উইকেট হারিয়ে সমস্যায় পড়ে মেন ইন ব্লু। তবে এক প্রান্তে উইকেট খোয়ালেও অন্য প্রান্তে ছিলেন তিনি- বিরাট কোহলি। চেজমাস্টার একেবারে নিজের মেজাজে সাজিয়ে নেন ভারতীয় ইনিংসকে। মারেন ৮টা চার আর দুটো ছক্কা। কিন্তু বিশাল ছয় মেরে সেঞ্চুরি হাঁকানোর চেষ্টা কাজে আসেনি। ৯৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় কিং কোহলিকে। 

[আরও পড়ুন: অনুরাগের হাতে হাত, নাড্ডার পাশে বসে বিশ্বকাপে মজে কংগ্রেসের মুখ্যমন্ত্রী]

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতে পারলেই কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের ৪৯টি ওয়ানডে শতরানের নজির ছুঁয়ে ফেলতেন। কিন্তু বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট কার্যত ছুড়ে দেন বিরাট। তবে হতাশ হয়ে মাঠ ছাড়ার সময়েও স্টেডিয়ামের দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানান কোহলিকে। ক্রিকেটমহলের অনেকের মতে, সেঞ্চুরির চেয়ে কোনও অংশে কম নয় ৯৫ রানের এই অনবদ্য ইনিংস।

দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীদের মতো বিরাটের প্রশংসায় মেতে ওঠেন তাঁর সহধর্মিনীও। ইনস্টাগ্রামে বিরাটের ব্যাটিংয়ের একটি ছবি স্টোরিতে আপলোড করেন অনুষ্কা। সেই সঙ্গে বলি অভিনেত্রীর ক্যাপশন, “স্টর্ম চেজার।” অর্থাৎ রান তাড়া করতে নামলে বিরাট কোহলি আসলে একটি দুরন্ত ঝড়। এছাড়াও বিরাটের আউট হওয়ার মুহূর্তটি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত।’

[আরও পড়ুন: অরুণাচলের চিন সীমান্তে রাজনাথ, শস্ত্রপুজো করে সেনার সঙ্গে দশেরা পালন করবেন প্রতিরক্ষামন্ত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement