সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে করণ জোহর এবং কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ইগোর লড়াই নতুন নয়! 'দোস্তানা ২' ছবির কাস্টিং থেকে বাদ পড়ার জন্যই করণের (Karan Johar) সঙ্গে কার্তিকের গোলমালের সূত্রপাত। তবে কালের নিয়মে সেই মান-অভিমানের বরফ বর্তমানে গললেও সম্প্রতি আইফার মঞ্চে প্রকাশ্যেই 'ভুল ভুলাইয়া' অভিনেতাকে খোঁচা দিতে পিছপা হননি বলিউড প্রযোজক।
একজন নিজেকে বলিউডের 'বহিরাগত শিল্পী' বলে দাবি করেন। অন্যজন নিন্দুকদের কাছে 'নেপোটিজমের ঝান্ডাধারী'। করণ জোহর বরাবরই স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ। অন্যদিকে আদ্যোপান্ত ফিল্মি পরিবারের সন্তান না হয়েও বলিউডে নিজের পায়ের তলার মাটি নিজগুণে শক্ত করেছেন কার্তিক। বছর দুয়েক আগে 'দোস্তানা ২'-এর কাস্টিং থেকে বাদ পড়ায় সেই সূত্র ধরেই ঝামেলা বেঁধেছিল দুই তারকার। এবার আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেও কার্তিক আরিয়ানকে কথা শোনালেন করণ জোহর। ভাইরাল হওয়া এক ভিডিওতে করণকে বলতে শোনা যায়, "তুমি হলে গিয়ে নতুন ছাত্র, আর আমি বলিউডের চিরকালের প্রতিষ্ঠান। চলো, তোমাকে বলিউডের আসল রাজতন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিই। খান এবং কাপুররা কিন্তু এখনও বলিউডের আসল গ্যাংস্টার। আর এই আজকালকার অভিনেতাদের দেখো ওঁদের ফ্র্যাঞ্চাইজি চুরি করছে!" শুধু তাই নয়, নিজেকে বলিউড ইন্ডাস্ট্রির 'কিং মেকার' বলেও দাবি করেছেন করণ জোহর।
ব়্যাপের মাধ্যমেই কার্তিককে খোঁচা দেন করণ। করণের খোঁচার পালটা কার্তিকও জবাব দিতে ছাড়েননি। প্রযোজককে মনে করিয়ে দিয়েছেন, তাঁর অভিনীত 'ভুল ভুলাইয়া ৩' যখন হিট, তখন করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' বক্স অফিসে ব্যর্থ হয়েছে। আর করণের এহেন খোঁচার পরই আইফা অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন 'রুহ বাবা'। যদিও এই 'বাক-বিতণ্ডা' অনুষ্ঠানের চিত্রনাট্য অনুয়ায়ী রসিকতা করেই করতে হয়েছে অভিনেতা-প্রযোজককে, তবে আইফা অনুষ্ঠানের সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। উল্লেখ্য, খুব শিগগিরিই করণ জোহরের প্রযোজিত সিনেমায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে।