shono
Advertisement

সিঙ্গল থাকার গোপন রহস্য!

আপনি কি চির-সিঙ্গল? The post সিঙ্গল থাকার গোপন রহস্য! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Jun 24, 2016Updated: 02:39 PM Jun 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চির-সিঙ্গল? একা সময় কাটাতে পছন্দ করেন? নিজের মতো বই পড়া কিংবা গান শোনাই আপনার খুব পছন্দের অবসর? জানেন কেন এমন সিঙ্গল আপনি? আর যদি সিঙ্গল না হন, তবে যাঁরা সর্বদা সিঙ্গল তাঁদের এই একা থাকার রহস্যটা কী তা জানা আছে?
গবেষকরা বলছেন সিঙ্গলদের এই একা থাকার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ আছে।
গবেষকরা জানাচ্ছেন, জিনগত কারণে মানুষ একা থাকেন। সম্প্রতি ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স-এর এক গবেষণায় জানা গিয়েছে, অক্সিটোসিন হরমোনের প্রভাবেই প্রেমে পড়ার প্রবণতা বৃদ্ধি পায়।
গবেষকরা ১২১ জনের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখেছেন, যে সকল ব্যক্তিদের অক্সিটোসিন হরমোনে মেথিলেশনের পরিমাণ বেশি তাঁরা একটু কম সামাজিক হন এবং তাঁদের মধ্যে রোমান্টিসিজম কম থাকে। কিন্তু যাঁদের অক্সিটোসিন হরমোনে মেথিলেশনের পরিমাণ কম তাঁরা বেশি সামাজিক এবং রোমান্টিক হন।
যদিও গবেষকরা জানিয়েছেন, প্রেম করা কিংবা সিঙ্গল থাকার ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনাই বেশি গুরুত্বপূর্ণ| প্রেমে পড়লে মানুষ যেকোনও হরমোনকেও খুব সহজে উপেক্ষা করতে সক্ষম!

Advertisement

 

The post সিঙ্গল থাকার গোপন রহস্য! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement