সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে সরব গোটা বাংলা। রাজপথে প্রতিবাদী মিছিলে নেমেছেন সাধারণ মানুষ। আর কণ্ঠে তাঁদের অরিজিৎ সিংয়ের আর কবে গান! সেই গান নিয়েই এবার অরিজিত সিংয়ের বাড়ি পৌঁছে গেল আন্দোলনকারীরা। হাতে গিটার নিয়ে কণ্ঠ ছাড়লেন অরিজিৎ ভক্তরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
“…এ ব্যাথা আমার, নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান…”, এহেন গানের লাইনেই আর জি কর কাণ্ডের প্রতিবাদ করেছেন অরিজিৎ সিং। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এক ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে সেই গান। ‘আর কবে?’, শীর্ষক এই গানে রয়েছে তিলোত্তমার বলিদান বিফলে না যাওয়ার প্রার্থনা। যেখানে কণ্ঠের শক্তি, চিত্তের স্বাধীনতার কথা বলা হয়েছে।
[আরও পড়ুন: ‘বিবেক-শিক্ষা হারিয়েছিস! নির্লজ্জ কমেডি…’, বন্ধু কাঞ্চন মল্লিককে ‘ত্যাজ্য’ করলেন সুদীপ্তা]
‘উই আর অরিজিতিয়ানস’ নামেরই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মঙ্গলবার অরিজিতের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে গায়ককে বলতে শোনা গিয়েছে, “(রাস্তায়) নেমে গেলেই তো আর হল না। সবাই নামছে তো। আছি আমরা সবাই। নেমে বিশৃঙ্খলা না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে সুযোগ নেবে, সুযোগ নিতেই পারে। যাঁরা তোমাদেরকে রাগাচ্ছে তোমরা রেগে যেও না। ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে বলছে। অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। ১০-১৫ বছর আগে হলে ভাবতে হত না। তোমাদের মতো স্বাধীনতা আমার নেই। আমি প্রতিদিন রাস্তায় বেরতে পারি না। যে রকমভাবে তোমরা বিচরণ কর, রাস্তায় আমি তো পারি না। এই দ্যাখো ভিডিওতে কেসরিয়া কেসরিয়া… সব সময় কেসরিয়া হয় না… আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়ই বেশি হবে।” যদিও অরিজিৎ সিংয়ের নাম করে অডিও কিংবা যেসব ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলোর সত্যতা নিয়ে ধন্দ রয়েছে। এসবের মাধেই এবার ওই ‘প্রতিবাদী’ এক্স হ্যান্ডেল (X Handle) নিষ্ক্রিয়!