shono
Advertisement

বরফে আটকে অন্তঃসত্ত্বা, উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলেন সেনা জওয়ানরা

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী।
Posted: 07:23 PM Feb 09, 2023Updated: 07:25 PM Feb 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিপদসংকুল সীমান্ত পাহারা দেন তাঁরা। শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশবাসীকে বাঁচান। কিন্তু এর পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের প্রতিও সাহায্যের হাত বাড়াতে তৈরি থাকেন জওয়ানরা। তারই নজির এবার মিলল উপত্যকায়। দুর্গম বরফে আটকে পড়েছিলেন এক অন্তঃসত্ত্বা। অবশেষে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সেই তরুণীকে উদ্ধার করল সেনা ও বায়ুসেনা। হেলিপকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে।

Advertisement

ঠিক কী হয়েছিল? সেনা সূত্রে জানানো হয়েছে, আপৎকালীন এক বার্তা পেয়ে উপত্যকার কিশনওয়াড়ের অন্তর্গত এক গ্রামে হাজির হয় সেনা (Indian Army) ও বায়ুসেনা (Air Force)। সেই দুর্গম এলাকায় এমআই হেলিকপ্টার পাঠানো হয়েছিল। সেই হেলিকপ্টারে অন্তঃসত্ত্বা তরুণীকে তুলে নিয়ে জেলা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানাচ্ছেন, ”সেনা ও বায়ুসেনা যৌথ ভাবে এক অন্তঃসত্ত্বা তরুণীকে কিশনওয়াড় জেলার সুদূরবর্তী নওয়াচারী অঞ্চল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করিয়েছেন। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে।”

[আরও পড়ুন: ‘বউ পালানোয় আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে’, সংসদে সৌমিত্রকে বেনজির আক্রমণ সৌগতর]

সেনার এমন সাহায্য়ের হাত বাড়িয়ে দেওয়ার নজির নতুন নয়। গত বছরই একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে একটি শিশুকে যত্ন করে দুধ খাওয়াতে দেখা গিয়েছিল সেনা জওয়ানদের। ছবিটিতে দেখা গিয়েছিল, একটি শিশুকে কোলে নিয়ে বসে রয়েছেন এক সেনা। বাচ্চাটিকে কিছু খাওয়ানোর চেষ্টা করছেন তিনি। ওই সেনার পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও এক জওয়ান। তিনি হাতে একটি কাপড় রেখেছেন, যেন প্রয়োজনমতো শিশুটির গা মুছিয়ে দিতে পারেন।

[আরও পড়ুন: ‘তৃণমূলের শিল্পীদের উপর অযথা সেন্সরের কোপ,’ LSD সিনেমা নিয়ে গর্জে উঠলেন কুণাল-সায়নীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement