সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন নেই, রাত নেই ঠায় দাঁড়িয়ে থাকেন ওঁরা৷ শত্রুদের সামনে বুক চিতিয়ে লড়াই করেন, যাতে নিশ্চিন্তে থাকেন দেশবাসী৷ কিন্তু সেই সেনা জওয়ানদেরই কপালে এখন চিন্তার ভাঁজ৷ পুরনো নোট যে তাঁদের কাছেও রয়েছে৷ জমা করতে যাবেন, সেই সময় কোথায়? এই সময়ের জন্যই এবার কেন্দ্র সরকারের কাছে আবেদন করতে চলেছে সেনা৷ শুধুমাত্র সেনাবাহিনীর জন্য টাকা জমা ও তোলার সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে আরও একটু বাড়িয়ে দেওয়ার আর্জি জানানো হবে৷
সেনা সূত্রের খবর, এমন অনেক জওয়ান, অফিসার রয়েছেন যাঁরা সিয়াচেন, লাদাখ, কারগিল, কাশ্মীরের মতো দুর্গম এলাকায় কর্মরত৷ অনেকের কাছেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে৷ যা সেই সব অঞ্চলে অদল-বদলের জন্য পর্যাপ্ত সুযোগ নেই৷ আবার অনেকে এমন আছেন যাঁদের বাড়িতে এমন কেউ নেই, যিনি ব্যাঙ্কে গিয়ে টাকা বদল করতে পারেন৷ এদিকে কাশ্মীর-সহ দেশের উত্তর-পূর্ব সীমান্তে অশান্তি লেগেই রয়েছে৷ এমন অবস্থায় নিজেদের কর্মীদের জন্য সরকারের কাছে নোট বদলের সময়সীমা বাড়ানোর আর্জি জানাবে কেন্দ্র৷
সেনার এক আধিকারিকের কথায়, এই ছাড় পেলে বড় একটা চিন্তা থেকে মুক্তি মিলবে৷ কষ্ট করে উপার্জন করা অর্থের চিন্তা ছেড়ে এবার কাজে মন দিতে পারবে আমাদের জওয়ানরা৷
The post নিজেদের জন্য নোট বদলের সময়সীমা বাড়ানোর আর্জি সেনার appeared first on Sangbad Pratidin.