সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিজিও থেকে বেরনোর সময় ফের সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। তুলে ধরলেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। জানালেন, তাঁর বাম হাত ও ডান পায়ে প্রবল যন্ত্রণা।
রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শুক্রবার সকালে পৌনে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। স্বাভাবিকভাবেই তাঁকে দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে সুকৌশলে তা এড়িয়ে গিয়েছেন মন্ত্রী।
[আরও পড়ুন: বিজয়া সম্মিলনীতে গোপন ষড়যন্ত্র তৃণমূল বিধায়কের! ফাঁস করল মাইক্রোফোন]
এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরই দেননি জ্যোতিপ্রিয়। শুধু জানিয়েছেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। তিনি এদিন জানান, তাঁর ডান হাত ও ডান পায়ে সমস্যা রয়েছে। বলেন, “আমার শরীরটা খুব খারাপ। বাম হাত এবং পা, দুটোয় প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব।” এর পরই গাড়িতে উঠে পড়েন তিনি। এদিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তারির পর থেকে তাঁকে জেরা করছেন ইডির আধিকারিকরা। রহস্যভেদের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।