shono
Advertisement

Breaking News

দৃষ্টিহীনদের জন্য বিশেষ চশমা আবিষ্কার করে চমক ভারতীয় কিশোরের

শব্দকে হাতিয়ার করে কীভাবে দৃষ্টিহীনদের বিপদ চেনাচ্ছে অনঙ্গ৷ জানলে কুর্নিশ জানাতে বাধ্য হবেন৷
Posted: 05:31 PM Mar 18, 2017Updated: 12:01 PM Mar 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে আর পাঁচটা পাহাড়ি ছেলের মতোই৷ কৈশরের দামালপনা এখনও চোখেমুখে স্পষ্ট৷ কিন্তু যৌবনের দোরগোড়ায় এসে পৌঁছনো এই দামালপনার মধ্যেই রয়েছে নতুন কিছু করার জেদ৷ এই জেদের জোরেই দৃষ্টিহীনদের জীবন পাল্টে দিতে চলেছে অরুণাচলের একাদশ শ্রেণির ছাত্র অনঙ্গ তাদর৷ শান্তশিষ্ট দেখতে এই ছেলেই দৃষ্টিহীনদের জন্য তৈরি করে ফেলেছে এমন এক চশমা৷ যার সৌজন্যে দুই মিটারের মধ্যে সমস্তরকম বাধা-বিপত্তির আঁচ পাবেন তাঁরা৷

Advertisement

[একলা থাকার মুহূর্তে কী করেন মহিলারা? উঠে এল ছবিতে]

কেমন করে? ঠিক যেমন করে ডলফিন কিংবা বাদুর আঁচ করে ফেলতে পারে বিপদকে৷ এর জন্য ইকোলেকশন পদ্ধতি ব্যবহার করেছে অনঙ্গ৷ চশমার দু’দিকে যে আল্ট্রাসাউন্ড সেন্সর লাগানো আছে তা দুই মিটার দূরত্বের মধ্যে যে কোনও বাধা কিংবা বিপত্তিকে আঁচ করে ফেলতে পারে৷ আর শব্দের মাধ্যমে ব্যক্তিকে সতর্কিত করে দিতে পারে৷ শব্দের পাশাপাশি এই বিশেষ চশমায় ভাইব্রেশন অ্যালার্ট সিস্টেমও রেখেছে অনঙ্গ৷ যাতে দৃষ্টিহীনতার পাশাপাশি কানে যাঁরা শুনতে পান না, তাঁরাও পেতে পারেন বিপদের আঁচ৷ যদি কোনও ভাবে দুপাশের সেন্সর খারাপ হয়ে যায়৷ তাহলে চশমার মাঝে একটি ইনফ্রেয়ার্ড সেন্সরও রয়েছে বিপদ চেনার জন্য৷

[কাশ্মীরে পর্যটক টানতে আসরে এবার সলমন খান!]

গগল ফর ব্লাইন্ড (G4B)৷ অনঙ্গের এই আবিষ্কার ইতিমধ্যেই জাতীয় স্বীকৃতি পেয়েছে৷ বাজারে এই আবিষ্কার প্রয়োগ করতে আগ্রহ দেখিয়েছে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন৷ এর জন্য কিছু নমুনাও তৈরি করতে বলা হয়েছে তাঁকে৷ কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই কিশোরের পক্ষে তা তৈরি করার মতো আর্থিক পরিস্থিতি নেই৷ সেই কারণেই সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে দেখা করেছে একাদশ শ্রেণির ছাত্র৷ অনঙ্গকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী৷

[ফের বড় পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement