সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই পাঞ্জাবে একলা চলার বার্তা দিয়েছিল ইন্ডিয়া জোটের শরিক আম আদমী পার্টি। এবার কংগ্রেসকে তুলোধনা করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সাফ জানালেন, পাঞ্জাব ও চণ্ডীগড়ের মোট ১৪টি আসনে প্রার্থী দেবে তাঁর দল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্রমশ নিঃসঙ্গ হচ্ছে কংগ্রেস। চব্বিশের লড়াইয়ে কায়া হারিয়ে ইন্ডিয়া জোট ছায়া মাত্র হয়ে দাঁড়িয়েছে।
শনিবার কেজরিওয়াল জানিয়েছেন, “কংগ্রেস ৭৫ বছর ধরে এই রাজ্যকে শাসন করেছে। কিন্তু তারা কী ভালো কাজ করেছে, তা আপনারা মনে করে বলতে পারবেন না। মনে করতে পারবেন না অকালি দল কোন ভালো কাজ করেছে। তাই এবার লোকসভায় পাঞ্জাবের ১৩ এবং চণ্ডিগড়ের এক আসনে প্রার্থী দেবে আপ।” উল্লেখ্য, জানুয়ারি মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও ‘একলা চলো’র বার্তা দিয়েছিলেন।
[আরও পড়ুন: কিশোরী মেয়েকে দু’বার বিক্রি মায়ের! ‘খদ্দেরে’র অত্যাচারে অন্তঃসত্ত্বার মৃত্যুতে রহস্য]
উল্লেখ্য, লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়তে ইন্ডিয়া জোট তৈরি হয়। যেখানে কংগ্রেসের জোট শরিক ছিল আপ, তৃণমূল, এনসিপি, শিব সেনারা (উদ্ধব ঠাকরে)। অথচ বাংলায় তৃণমূল, পাঞ্জাবে আপ কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছে। মহারাষ্ট্রে প্রশ্নের মুখে এনসিপি (শরদ পওয়ার), শিব সেনার (উদ্ধব ঠাকরে) রাজনৈতিক পরিচয়। ফলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে জোট গড়ার স্বপ্ন কংগ্রেসের ক্রমশ ফিকে হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।