সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। বৃষ্টির জন্য এশিয়া কাপের (Asia Cup) বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ ভেস্তে গেল। ম্যাচের শুরুটা অবশ্য সময়মতোই হয়েছিল। ভারতীয় ইনিংসও খেলা হয় গোটাটাই। কিন্তু পাকিস্তানের ইনিংসের একটা বলও খেলা হল না।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ক্যান্ডিতে ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু এদিন ভারতের ইনিংসে সেভাবে বাগড়া দেননি বরুণদেব। শুরুর দিকে বার দুই সামান্য বিঘ্ন ঘটেছিল বটে। কিন্তু সেটা বিশেষ কিছু নয়। উপরন্তু একটা সময় ঝলমলে আকাশও দেখা যায়। তাতে আশাও জেগেছিল। কিন্তু বেলা বাড়তেই সেই সব আশায় জল পড়ে গেল। ভারতের ইনিংস ঠিকমতোই শেষ হয়েছিল। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) এবং ঈশান কিশাণের (Ishan Kishan) দুর্দান্ত অর্ধশতরানে ভর করে ভারত ২৬৭ রানও করল। কিন্তু ভারতের ইনিংস শেষ হতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর খেলা হয়নি।
[আরও পড়ুন: বাবর-শাহিনদের বিরুদ্ধে নামার আগে বড় বার্তা দিলেন ‘কিং কোহলি’, কী বললেন?]
ম্যাচ এভাবে ভেস্তে যাওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি দলই পেয়েছে এক পয়েন্ট করে। ফলে দুই ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াল ৩। বাবর আজমের দল গ্রুপে প্রথম দল হিসাবে সুপার ফোরে প্রবেশ করল। অন্যদিকে এক ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ১ পয়েন্ট। সুপার ফোরে এখনও নিশ্চিত নন রোহিতরা। সেটা নিশ্চিত করতে হলে টিম ইন্ডিয়াকে অপেক্ষা করতে হবে নেপাল ম্যাচের জন্য।
[আরও পড়ুন: বুমরাহকে পেয়ে পেস বোলিং আরও আগুনে হল, বাবর আজমদের হুঙ্কার দিলেন মহম্মদ শামি]
নেপালের বিরুদ্ধে জিতলে ভারতও সুপার কাপে চলে যাবে। তবে কোনওভাবেই যদি মহা অঘটন ঘটে যায়, আর ভারত নেপালের কাছে হেরে যায়, তাহলে রোহিতদের জন্য এশিয়া কাপ গ্রুপ পর্বেই শেষ হয়ে যাবে। আবার বৃষ্টির জন্য যদি নেপাল ম্যাচও ভেস্তে যায়, সেক্ষেত্রেও ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে চলে যাবে ভারতীয় দল।