shono
Advertisement

ঘরের দরজা খুলেই সিংহের মুখোমুখি কৃষক, তারপর…

চক্ষু চড়কগাছ গৃহকর্তার।
Posted: 09:16 PM Nov 12, 2018Updated: 09:16 PM Nov 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর ভরতি বাদাম৷ আর তার উপরেই দিব্যি বসে রয়েছে সিংহ৷ নিজের বাড়িতেই এমন দৃশ্য দেখে অবাক হয়ে যান কৃষক৷ সিংহের আগমনে রীতিমতো শোরগোল পড়ে গেল গুজরাটের আমরেলির পাটলা গ্রামে৷

Advertisement

[আজব কাণ্ড! এই গ্রামে দিনে নাইটি পরলেই দিতে হয় জরিমানা!]

খাবারের খোঁজেই জঙ্গল থেকে ওই এলাকায় বেরিয়ে এসেছিল পশুরাজ৷ আশ্রয় নেয় এক কৃষক পরিবারে৷ ওই কৃষক পরিবারে পনেরোজন সদস্য রয়েছেন৷ বাড়িতেই থাকে ২০টি গরু ও মহিষ৷ রাতের অন্ধকারে কৃষক পরিবারের লোকজনেরাও ঘুমোচ্ছিলেন৷ বাড়ির সদর দরজা খোলা পেয়ে সেই সুযোগে ওই বাড়িটিতে ঢুকে পড়ে সিংহ৷ সামনেই খামার৷ চোখের সামনে গরু-মহিষ দেখে আর সামলে রাখতে পারেনি নিজেকে৷ ঢুকে গিয়েছিল খামারে৷ একটি মহিষকে খেয়ে ফেলে৷ কিন্তু তাতেও কেউ টের পাননি৷ ভরতি পেটে আর ঘোরাফেরা করতে মন চায়নি পশুরাজের৷ মন চেয়েছিল জিরিয়ে নিতে৷ তাই ওই বাড়ির কোণের এক ঘরে আশ্রয় নেয় সে৷ ওই ঘরে বাদাম জড়ো করে রাখতেন কৃষক৷ সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ওই ঘরে যান তিনি৷ কিন্তু, কে বসে রয়েছে ঘরে? তাকে দেখে চক্ষু চড়কগাছ বললেও ভুল কিছু হবে না৷ তিনি দেখেন ঘরের ভিতর দিব্যি আরামে বসে রয়েছে পশুরাজ৷ অবাক হয়ে যান গৃহকর্তা৷ কী করবেন, বুঝতে পারেননি তিনি৷ আতঙ্কিত হয়ে পড়েন৷ চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ জড়ো হয়ে যান গ্রামবাসীরা৷ কোনওক্রমে ওই ঘরের দরজা বন্ধ করে তিনি খবর দেন বনাধিকারিকদের৷

[ধূমপান না করলেই ৬ দিনের অতিরিক্ত সবেতন ছুটি! অভিনব উদ্যোগ সংস্থার]

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের আধিকারিকরা৷ ততক্ষণে ঘরের ভিতর বেশ তর্জন-গর্জন শুরু করেছে সে৷ কীভাবে পশুরাজকে বাগে আনা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন আধিকারিকরা৷ অবশেষে ঘরের পিছনের দিকে দেওয়ালের একাংশ ভেঙে ফেলেন তাঁরা৷ অনেক চেষ্টার পর সিংহকে বাগে আনেন আধিকারিকরা৷ বনকর্মীরা জানান, ছ’দিন ধরেই এলাকায় সিংহটি ঘোরাফেরা করছিল৷ তাকে ধরতে না পারায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল৷ সিংহটিকে বাগে আনতে পেরে চিন্তামুক্ত হয়েছেন তাঁরা৷ আপাতত সুস্থই রয়েছে পশুরাজ৷ খুব শীঘ্রই গির অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে তাকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার