shono
Advertisement

লক্ষ্য প্রথম ৩০-এ থাকা, বিশ্বকাপে নজরে বাংলার ‘বিস্ময়’কিশোরী মেহুলি

মাত্র ১৭ বছর বয়সেই সিনিয়রদের ওয়ার্ল্ড কাপে সুযোগ। The post লক্ষ্য প্রথম ৩০-এ থাকা, বিশ্বকাপে নজরে বাংলার ‘বিস্ময়’ কিশোরী মেহুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:33 PM Mar 02, 2018Updated: 12:36 PM Sep 16, 2019

স্টাফ রিপোর্টার: মেক্সিকো চললেন মেহুলি ঘোষ। সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলতে। মাত্র ১৭ বছর বয়সে সিনিয়র স্তরে বাংলা থেকে আগে কেউ যায়নি। তাই মেহুলি বাংলার শুটিংয়ে রেকর্ড গড়ে ফেললেন।

Advertisement

[মহিলা সাঁতারুদের প্রশিক্ষণের ভিডিও করার অভিযোগ, সাসপেন্ড বাঙালি অ্যাথলিট]

প্রশ্ন হল, মেহুলির পক্ষে কি পদক জেতা সম্ভব? না, এতটা আশা করেন না মেহুলির কোচ জয়দীপ কর্মকার। স্পষ্ট জানিয়ে দিলেন জয়দীপ, “পদক জিতবে এটা আশা করা অন্যায়। এই প্রথম সিনিয়র ইভেন্টে নামবে। তাই পদক নিয়ে ভাবছি না। প্রথম ৩০ জনের মধ্যে থাকতে পারলেই হল। তাহলে ভাবব সঠিক পথে এগোচ্ছে।” কমনওয়েলথ গেমসকে লক্ষ্য রেখে এগোতে চাইছেন মেহুলি। তাই মেক্সিকো বিশ্বকাপে পদক জেতা না জেতাকে বড় করে দেখছেন না জয়দীপ। সেই সঙ্গে লন্ডন ওলিম্পিকে শুটিংয়ে সাড়া জাগানো জয়দীপ বলছিলেন, “এই বিশ্বকাপে ওলিম্পিকের কোটাও নেই। তাই চাপ নিয়ে ঝাঁপাতে বারণ করেছি। ঠান্ডা মাথায় রেঞ্জে নামুক। একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে, মাত্র ১৭ বছর বয়সে বিশ্ব শুটিংয়ে নামা সহজ কথা নয়।”

[জানেন, কেন ধোনির হেলমেটে শোভা পায় না জাতীয় পতাকা?]

মেহুলির আর একটা সমস্যা হল, সময়। তিনি ২ তারিখ ভোরে পৌঁছেছেন মেক্সিকোয়। হোটেলে ঢুকে ঘন্টা তিন-চার বিশ্রাম পাবেন। তারপর তাঁকে যেতে হবে ফাইনাল প্র‌্যাকটিসে। ৩ তারিখ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। প্রথম দিন মেহুলির দশ মিটার ইভেন্ট আছে। ব্যক্তিগত ইভেন্ট প্রথম দিন। একদিন বাদে ৫ তারিখ নামতে হবে মিক্সড ডাবলসে। তাই সমস্যা বিশাল। জয়দীপ বলছিলেন, “মেহুলিকে বলেছি, এসব সমস্যা থাকবেই। তারই মধ্যে তোমাকে এগোতে হবে। নাহলে তুমি পারবে না। মাথায় সময় আর সমস্যাকে নিয়ে চলা দরকার। এইসব কাটিয়ে কী করবে জানিনা। তবে এটুকু বলতে পারি, ৩০ জনের মধ্যে ঢুকে পড়ার দিকে এখন তাকিয়ে আছি।”

[২০০৩ বিশ্বকাপে ভারতীয় দলে ধোনি থাকলে ভাল হত, আক্ষেপ সৌরভের]

The post লক্ষ্য প্রথম ৩০-এ থাকা, বিশ্বকাপে নজরে বাংলার ‘বিস্ময়’ কিশোরী মেহুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার