সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার তামিলনাড়ুতে বিষমদ কাণ্ড। এখনও পর্যন্ত দু’টি পৃথক বিষমদ কাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবার এবং অসুস্থদের চিকিৎসায় আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর ভিল্লুপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় বিষমদ খেয়ে একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়। অসুস্থদের মধ্যে ভিল্লুপুরমের বাসিন্দা সাতজন এবং চেঙ্গলপাট্টুক চারজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্তত ৩০ জন। তাঁদের সকলের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
[আরও পড়ুন: দীর্ঘ ৯ মাস পর জেলের বাইরে বেরনোর সুযোগ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের!]
এখনও পর্যন্ত এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাই বিষমদ সরবরাহকারী বলেই মনে করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেই জানান আইজি নর্থ জোনের পুলিশ আধিকারিক কান্নান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং অসুস্থদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষমা করা হয়েছে।