shono
Advertisement

Breaking News

খাদ্যে বিষক্রিয়া, মন্দিরের প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ৩০০!

গ্রামে গ্রামে মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে, সকলকে আশ্বস্ত করেছেন CMOH.
Posted: 06:52 PM Feb 23, 2024Updated: 07:32 PM Feb 23, 2024

সম্যক খান, মেদিনীপুর: মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নরনারায়ণ সেবা ও ভোগ খাওয়ানোর অনুষ্ঠানে বিপত্তি।  পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) নয়াবসত গ্রামে প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ৩০০ জন। তাঁদের মধ্য়ে রয়েছেন এক গর্ভবতী মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য গ্রামে মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার (Poison) জেরে এই অবস্থা। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, গড়বেতা (Garbeta)৩ ব্লকের নয়াবসত গ্রামে বাবা শান্তিনাথ জিউয়ের মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে বৃহস্পতিবার সেখানে উৎসব চলছিল।  আশপাশের প্রায় চারটি গ্রামের মানুষ সেই অনুষ্ঠানে যোগ দেন। ভোগ খাওয়ানো হয়। কিন্তু সেই প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। বমি, পেটব্যথা শুরু হয়। ঘনঘন মলত্যাগ হতে থাকে দরখোলা, খড়িকাশুলি, কালিন্দীপাড়া, ভেলাইটিকরি গ্রামের বাসিন্দাদের। স্বভাবতই প্রবল আতঙ্কের পরিবেশ তৈরি হয়। 

[আরও পড়ুন: জোর করে রুশ সেনায় ভর্তি ভারতীয়দের! নাগরিকদের সতর্ক করল নয়াদিল্লি]

খবর পেয়ে শুক্রবার গ্রামে পৌঁছে যায় মেডিক্যাল টিম। সেখানেই ক্যাম্প করে শুরু হয় চিকিৎসা। CMOH সৌম্যশংকর সারেঙ্গী জানিয়েছেন, ওই প্রসাদে কোনও ভাবে বিষক্রিয়া (Food Poison) হয়েছিল। তাই তা খেয়ে এতজন অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার অবশ্য সকলের অবস্থা স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। চিন্তার কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন সিএমওএইচ। তবে প্রসাদ খেয়ে এভাবে অসুস্থতার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামগুলিতে।   

[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার