অরিজিৎ গুপ্ত, হাওড়া: নির্মীয়মাণ দুর্গা মন্দিরের (Durga Temple) ছাদ ভেঙে আহত ৭ শ্রমিক। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) সাঁকরাইল থানা এলাকার পুরাতন বাজারে। এখানকার দুর্গা মন্দিরটিতে একটি মঞ্চ ছিল। তার সঙ্গে মন্দিরটি বাড়ানোর জন্য সেখানে ছাদ তৈরি হচ্ছিল। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তার ঠিক আগের মুহূর্তে মন্দিরটির ছাদ ভেঙে (Roof Collapsed) পড়ে। আহত হন ৭ জন শ্রমিক।
রাতেও শ্রমিকরা কাজ করছিলেন। সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ছাদ। এমতাবস্থায় এলাকার বাসিন্দারা এসে কর্মরত শ্রমিকদের উদ্ধার করে। আহত শ্রমিকরা সকলেই সাঁকরাইলের (Sankarail) বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের নাম সন্তোষ সাউ, উদয় সাউ, মুস্তাফা শেখ, জাকির শেখ, সুজয় সুবুই, প্রকাশ সিং। আহতদের প্রথমে হাজি এসটি মল্লিক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ২ জনকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
[আরও পড়ুন: দুই ম্যাচে ৩২ গোল, এশিয়ান গেমসে ছুটছে হরমনপ্রীতের ভারতীয় দল]
আচমকা এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার সাঁকরাইল থানার আইসি (IC) এবং এডিসিপি-সহ সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। এলাকার বাসিন্দারা তৎপরতার সঙ্গে ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত থাকেন। তার ভিতরে কেউ আটকে রয়েছে, এই আশঙ্কায় তাই দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চলতে থাকে। তা সরাতে সরাতে প্রায় মাঝরাত গড়িয়ে যায়। উদ্ধারকাজ শেষে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আর কেউ আটকে নেই ধ্বংসস্তূপে। গুরুতর আহত দুই শ্রমিক এখনও হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসকরা।