shono
Advertisement

Breaking News

জেলের মধ্যেই ইমরানের স্ত্রীকে বিষ খাইয়ে খুনের চেষ্টা! বিস্ফোরক বুশরার আইনজীবী

পাকিস্তানের নির্বাচন শেষ হতেই ইমরানের বোন বলেছিলেন, 'আমার দাদাকে খুনের চেষ্টা চলছে'।
Posted: 04:42 PM Feb 16, 2024Updated: 04:42 PM Feb 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলের মধ্যেই বিষ খাইয়ে খুনের চেষ্টা বুশরা বিবিকে (Bushra Bibi)! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ইমরান খানের স্ত্রী। জানা গিয়েছে, জেলের খাবারে বিষ মিশিয়ে সেটা খাওয়ানো হয়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর স্ত্রীকে। তার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বুশরা বিবি।

Advertisement

গত সপ্তাহেই পাকিস্তানের (Pakistan) সাধারণ নির্বাচন শেষ হয়েছে। সেখানে সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরানের (Imran Khan) দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। তার পরেই শোনা গিয়েছিল, ইমরানের প্রভাব একেবারেই ভালো চোখে দেখছে না পাক সেনা। তার জন্য প্রয়োজন হলে জেলবন্দি অবস্থাতেই খুন করে ফেলা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমরানের বোন এমন বিস্ফোরক কথা জানিয়েছিলেন।

[আরও পড়ুন: বুধে বাংলা, পরদিনই উত্তরপ্রদেশ! স্ত্রীর কাটা মাথা হাতে ঘুরে বেড়াল স্বামী]

সেই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই নতুন অভিযোগ আনলেন বুশরা বিবি। আপাতত বানিগালার জেলে বন্দি রয়েছেন তিনি। আইনজীবী জানান, পাকিস্তানের নির্বাচনের দিনই বুশরার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়। প্রচণ্ড মশলাদার সেই খাবার খেয়েই তাঁর মুখে আর পেটে ঘা হয়ে যায়। নিজের বয়ানে বুশরা জানান, খাবারের মধ্যে ইচ্ছা করে কিছু ঢেলে দিয়েছিলেন জেল আধিকারিকরা। সেই খাবারই জোর করে খাইয়ে দেওয়া হয়।

এই খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়ে ইমরানের দল। পিটিআইয়ের তরফে অভিযোগ, দেশের ফ্যাসিস্ট সরকার ইচ্ছা করে ইমরানের পরিবারকে আক্রমণ করছে। বুশরা বিবিকে চিকিৎসার সুযোগও দেওয়া হচ্ছে না। তবে ইমরানের স্ত্রী এখন কেমন আছেন, সেই নিয়ে বিস্তারিত খবর মেলেনি।

[আরও পড়ুন: ফের সোয়াইন ফ্লুর রক্তচক্ষু! বিশ্বজুড়ে সতর্কতা জারি করল হু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement