shono
Advertisement

ঢাকায় বিজেপি নেতার সঙ্গে আওয়ামি লিগ প্রতিনিধিদের বৈঠক, রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে জোর

আওয়ামি লিগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Posted: 11:26 AM Mar 15, 2022Updated: 11:26 AM Mar 15, 2022

সুকুমার সরকার, ঢাকা: রাজধানী ঢাকায় বিজেপি নেতা বিজয় চাতওয়ালার সঙ্গে বৈঠক আওয়ামি লিগ (Awami League) প্রতিনিধি দলের। মূলত, রাজনৈতিক সম্পর্ক আরও মজবুত করতেই দুই বন্ধু দেশের শাসকদলের মধ্যে এই বৈঠক বলে সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে মিসাইল ঘাঁটি তৈরি করছে চিন! সাফাই দিলেন চিনা রাষ্ট্রদূত]

সোমবার দুপুরে রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামি লিগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামি লিগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও কাজী জাফরউল্লা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর। আওয়ামি লিগের সূত্র খবর, বৈঠকে বিজয় চাতওয়ালা বলেছেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে সরকারি পর্যায়ে ব্যাপক যোগাযোগ হচ্ছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পর্যায়ে বৈঠক হচ্ছে। কিন্তু আওয়ামি লিগের সঙ্গে বিজেপির যোগাযোগ ততটা নেই। এটা বাড়ানো দরকার।”

আওয়ামি লিগ ও বিজেপির সম্পর্ক মজবুত করতে দুই দলের তরুণ ও মহিলা সদস্যদের সফর বিনিময়ের প্রস্তাব দেন বাংলাদেশে সফররত বিজেপি নেতা চাতওয়ালা। তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের কৃষ্টি-সংস্কৃতির অনেক মিল। ফলে দলের সঙ্গে দলের যোগাযোগ বাড়লে দুই দেশের মানুষই উপকৃত হবে।” আওয়ামি লিগের নেতারাও এসব বিষয়ে একমত পোষণ করেন জানিয়ে দলীয় সূত্র বলছে, সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ-সহ চারটি রাজ্যে বিজেপির বিপুল জয়ে দলটিকে অভিনন্দন জানান আওয়ামি লিগের নেতারা। অন্যদিকে সফররত বিজেপি নেতা করোনা মহামারি মোকাবিলায় ক্ষমতাসীন সরকারের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে আরও মজবুত হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক। সম্প্রতি যুদ্ধজর্জর ইউক্রেন থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ভারতের মোদি সরকার। এহেন সময়ে বিজেপি নেতার বাংলাদেশ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: দুর্গাপুজোয় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মণ্ডপ, মন্দির পুনর্গঠনে আর্থিক সাহায্য শেখ হাসিনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement