shono
Advertisement

অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে এলোপাথাড়ি পাথরবৃষ্টি! তদন্তে রেল পুলিশ

এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Posted: 09:40 AM Feb 13, 2024Updated: 09:45 AM Feb 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে হামলার অভিযোগ। রবিবার এই বিশেষ ট্রেনটি সুরাট থেকে রওনা দিয়েছিল। এদিন সেটি মহারাষ্ট্রে এসে পৌঁছলে এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, রবিবার সুরাটের বিজেপি বিধায়ক তথা রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ পতাকা নাড়িয়ে ট্রেনটির সূচনা করেন। এর পর রাত ৮টা নাগাদ সেটি সুরাট থেকে রওনা দেয়। রাত পৌনে ১১টা নাগাদ ট্রেনটি মহারাষ্ট্রের নন্দুবার স্টেশনে পৌঁছলে গণ্ডগোল শুরু হয়। যাত্রীরা বুঝতে পারেন কয়েকজন ট্রেনে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরপিএফকে। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছন আরপিএফ জওয়ানরা। তাঁরা যাত্রীদের বয়ান রেকর্ড করেন।

[আরও পড়ুন: পাঁচ বছরই নীরব! লোকসভায় একবারও মুখ খোলেননি সাংসদ সানি, তালিকায় আর কারা]

সূত্রের খবর, অযোধ্যাগামী আস্থা স্পেশাল ২২ কোচের ট্রেনটিতে মোট ১৩৪৪ জন যাত্রী ছিলেন। এনিয়ে দর্শনা জারদোশ জানিয়েছেন, “আমাদের কাছে আস্থা স্পেশাল ট্রেনে হামলার খবর এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রেনটি মূলত বিশ্ব হিন্দু পরিষদ ও সুরাটের রাম প্রতিষ্ঠার সদস্যদের জন্য ভাড়া করা হয়েছিল।” সুরাটের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার টি এস বন্দ্যোপাধ্যায় জানান, “আস্থা স্পেশাল ট্রেনে পাথর ছোড়ার ঘটনাটি আমাদের নজরে এসেছে। ঘটনার তদন্ত চলছে।”

বলে রাখা ভালো, গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দির দর্শনে পুণ্যার্থীদের জন্য চালু করা হয়েছে আস্থা স্পেশাল ট্রেন। এই মুহূর্তে গোটা দেশজুড়ে এই বিশেষ ২০০টি ট্রেন চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement