সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে রাখে হরি মারে কে! প্রমাণ হল মহারাষ্ট্রের (Maharashtra) এই ভয়াবহ ঘটনায়। সেখানে বিস্ফোরণ হয়ে শূন্যে উড়ে গেল অ্যাম্বুল্যান্স! কিন্তু বরাত জোরে রক্ষা পেলেন প্রসূতি ও তাঁর পরিবারের সদস্যরা। এক্ষেত্রে অ্যাম্বুল্যান্স চালকের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিকতা প্রশংসনীয়। ঠিক সময় তিনি সাবধান করায় এ যাত্রায় রক্ষা পান সকলে। ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। সেসময় এক সরকারি হাসপাতাল থেকে জলগাঁও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই প্রসূতিকে। হাইওয়ে দিয়ে অ্যাম্বুল্যান্সটি ছুটছিল। কিন্তু হঠাৎ চালক লক্ষ্য করেন বনেট থেকে ধোঁয়া বের হচ্ছে। তখনই এক মুহূর্ত সময় নষ্ট করে গাড়ি থামিয়ে দেন তিনি। প্রসূতি ও তাঁর পরিবারের সদস্যদের নেমে দাঁড়াতে বলেন।
বিপদ বুঝে সকলে গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে গিয়ে দাঁড়ান। চালক ইঞ্জিন পরীক্ষা করে জল আনতে যাবেন ঠিক এমন সময় দাউ দাউ করে জ্বলে ওঠে অ্যাম্বুল্যান্সটি। সঙ্গেই সঙ্গেই বিস্ফোরণে শূন্যে উড়ে যায় সেটি। অ্যাম্বুল্যান্সের ভিতরের অক্সিজেন সিলিন্ডার ফেটেই এই ভয়াবহ কাণ্ড ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ির কাচও ভেঙে যায় বলে খবর। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হন ওই প্রসূতি ও তাঁর পরিবারের সদস্যরা। চালক যদি বিপদ বুঝে ঠিক সময় গাড়ি না দাঁড় করাতেন তাহলে কী পরিণতি হত সেই ভেবেই শিউরে উঠছেন সকলে। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও।