shono
Advertisement

লাগাতার দলত্যাগ নিয়ে উদ্বিগ্ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সুকান্ত-শুভেন্দুদের তোপ বি এল সন্তোষের

'সবাইকে নিয়ে কাজ না করলে কীসের নেতা?', প্রশ্ন সন্তোষের।
Posted: 10:10 PM Jun 08, 2022Updated: 10:10 PM Jun 08, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একের পর এক নেতা দল ছাড়ছেন। অভিযোগ করছেন, দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ। বঙ্গ বিজেপির (BJP) এমন পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। এ নিয়ে বুধবার দলের রুদ্ধদ্বার বৈঠকে সুকান্ত-শুভেন্দু-দিলীপদের কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ (B L Santosh)। প্রশ্ন তুললেন রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়েও।

Advertisement

এদিন রুদ্ধদ্বার বৈঠকে বি এল সন্তোষ বলেন,”সন্দেহ করে দলের ক্ষতি হচ্ছে। সংগঠনের ক্ষতি হচ্ছে।” এর পরই সবাইকে নিয়ে চলার বার্তা দেন তিনি। সন্তোষের স্পষ্ট বার্তা, “অহেতুক সন্দেহ করে দল চলে না।” 

[আরও পড়ুন: Primary TET দুর্নীতি: ২০ লক্ষ টাকার বিনিময়ে চাকরি! অভিযুক্তর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের]

সম্প্রতি দুই সাংসদ বাবুল সুপ্রিয়-অর্জুন সিং (Arjun Singh) দল ছেড়েছেন। ফুল বদল করেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে। বলেছেন, দলে কেউ কাউকে বিশ্বাস করেন না। সকলকে সমান দায়িত্ব দেওয়া হয় না। বারাকপুরে দক্ষ সাংগাঠনিক নেতা অর্জুনের সিংয়ের অভিযোগ ছিল, অন্য দল থেকে আসা নেতাদের বিজেপি বিশ্বাস করে না। উপযুক্ত দায়িত্ব দেয় না। আবার বিজেপির অন্দরে অনেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন,দলের খবর তৃণমূলকে দিচ্ছে বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। এদিন সেই প্রসঙ্গে সন্তোষ বলেন, “দল ছাড়তে পারে মনে করে কাউকে কাজে লাগাব না, দায়িত্ব দেব না, এটা ঠিক নয়।” বঙ্গ বিজেপির নেতাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বি এল সন্তোষ। তাঁর প্রশ্ন, “সবাইকে নিয়ে কাজ না করলে কীসের নেতা?”

উল্লেখ্য, একের পর এক নেতা দল ছাড়লেও সেবিষয়ে গুরুত্ব দিতে নারাজ ছিল বিজেপি নেতৃত্ব। দাবি করেছিল, নিজেদের স্বার্থেই দল ছাড়ছেন তাঁরা। এদিন বঙ্গ বিজেপির সেই মনোভাবের উল্টো পথে হাঁটলেন বি এল সন্তোষ। তাঁর সাফ বার্তা, “কেউ দল ছাড়লে কারণ ভাবতে হবে।”

[আরও পড়ুন: ‘ঘরে বসে থাকবেন না, রাস্তায় নেমে লড়াই করুন’, শাহের সুরেই বিজেপি কর্মীদের বার্তা নাড্ডার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement