shono
Advertisement

Babar Azam: মেজাজ হারিয়ে এবার কোন সতীর্থের দিকে তেড়ে গেলেন বাবর? দেখুন ভাইরাল ভিডিও

চাপমুক্ত থাকতে পারবেন বাবর আজম!
Posted: 12:23 PM Nov 26, 2023Updated: 12:26 PM Nov 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে এমন মুহূর্ত আসবে স্বপ্নেও কল্পনা করতে পারেননি মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। বাবর আজম (Babar Azam) যে তাঁর সবচেয়ে কাছের বন্ধু, এটা কারও অজানা নয়। সেই বাবর এবার তাঁর প্রিয় বন্ধু রিজওয়ানের দিকে ব্যাট হাতে তেড়ে গেলেন! অস্ট্রেলিয়া (Australia) সফরে উড়ে যাওয়ার আগে প্রস্তুতি সারছিল পাকিস্তান (Pakistan)। তখনই ব্যাপারটা ঘটে যায়। যদিও পুরো ব্যাপারটা কিন্তু মজার ছলেই ঘটেছে।

Advertisement

কী দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিওতে?

একটি বল খেলে বাবর ক্রিজ ছেড়ে কিছুটা এগিয়ে আসেন। বলটি অবশ্য প্রাক্তন পাক অধিনায়কের ব্যাটে লাগেনি। ফলে বল চলে যায় উইকেটকিপার রিজওয়ানের কাছে। বাবর ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতেই বল ছুড়ে উইকেট ভেঙে দেন তিনি। আউটের আবেদনও করেন। এর পরেই দেখা যায় রিজওয়ানের দিকে ব্যাট হাতে তাড়া করেন বাবর। তবে পুরো ব্যাপারটাই ঘটে মজার ছলে।

[আরও পড়ুন: ফেরান্দোর উপর চাপ বাড়ালেন পায়ের চোটে নাজেহাল দিমিত্রি! কবে মাঠে নামবেন সবুজ-মেরুনের স্ট্রাইকার?]

 

বিশ্বকাপে ব্যর্থ হয়েছে পাকিস্তান। লিগ পর্বের বাধা না টপকাতে পারার জন্য প্রতিযোগিতা শেষ হওয়ার অনেক আগেই দেশে ফিরে আসতে হয় পাক দলকে। অধিনায়কত্ব ছাড়তে বাধ্য জন বাবর। তাঁর জায়গান টেস্ট ক্রিকেটের দায়িত্ব সামলাবেন শান মাসুদ।

আর কয়েক দিন পরেই স্যর ডন ব্র্যাডম্যানের দেশে উড়ে যাবে পাকিস্তান। সেখানে প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবেন ইমাম উল হক-শাহিন শাহ আফ্রিদিরা। ১৪ ডিসেম্বর থেকে পারথে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। নিয়মমাফিক ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। এর পর নতুন বছরের ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। অস্ট্রেলিয়া সফর শেষ করে পাকিস্তান যাবে নিউজিল্যান্ড সফরে। সেখানে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে খোলা মনে থাকতে হাসি-ঠাট্টায় মেতে উঠলেন বাবর ও রিজওয়ান।

[আরও পড়ুন: যেন সাক্ষাৎ মসিহা! নৈনিতালে দুর্ঘটনাগ্রস্ত যুবকের প্রাণ বাঁচালেন শামি, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement