shono
Advertisement

Breaking News

বাড়ির সামনে ‘চৌকিদার চোর হ্যায়’ ফ্লেক্স, ফেসবুকে ক্ষোভপ্রকাশ বাবুল সুপ্রিয়র

আসানসোলের বিজেপি প্রার্থীর নিশানায় তৃণমূল৷ The post বাড়ির সামনে ‘চৌকিদার চোর হ্যায়’ ফ্লেক্স, ফেসবুকে ক্ষোভপ্রকাশ বাবুল সুপ্রিয়র appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Apr 07, 2019Updated: 07:47 PM Apr 22, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসালসোল: বাবুল সুপ্রিয়র বাড়ির সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ‘চৌকিদার চোর হ্যায়’ পোস্টার৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর৷ ফ্লেক্সটি কোন রাজনৈতিক দলের তরফে টাঙানো হয়েছে কিনা, তার উল্লেখ না থাকলেও, বিজেপির আসানসোলের প্রার্থীর অভিযোগ শাসকদলের তরফে ওই ফ্লেক্সটি টাঙানো হয়েছে৷ ফ্লেক্সটিকে খুলে দেওয়ার পাশাপাশি, এই ঘটনার বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাবুল সুপ্রিয়৷ আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও৷

Advertisement

[ আরও পড়ুন: ‘দিল্লির বাবুরা পাহাড় জ্বালায়’, নির্বাচনী প্রচারে নাম না করে মোদিকে কটাক্ষ মমতার ]

জানা গিয়েছে, প্রচারের কাজকর্ম সেরে শনিবার রাত আড়াইটে নাগাদ বাড়ি ফিরছিলেন বাবুল সুপ্রিয়৷ তিনি লক্ষ্য করেন, আসানসোলের মহিশীলা কলোনীর বটতলা বাজার এলাকায় তাঁর বাড়ির সামনের বট গাছে কেউ বা কারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ফ্লেক্স লাগিয়ে দিয়েছে৷ ছাপার অক্ষরে যাতে লেখা রয়েছে ‘চৌকিদার চোর হ্যায়’৷ এরপরই গাড়ি থেকে নেমে প্রথমে ফ্লেক্সটি খোলেন বাবুল সুপ্রিয়৷ সেটিকে ছেঁড়েন তিনি। এবং শুধু তাই নয় ফ্লেক্সটির একটা অংশের উপর পেন দিয়ে লিখে দেন, ‘পিসি ও ভাইপোর জন্য এটা রেখে দিয়ে গেলাম। যারা টাঙিয়েছেন তারা পৌঁছে দেবেন’। ফ্লেক্সটিতে নিজের স্বাক্ষরও করে দেন আসানসোলের বিজেপি সাংসদ।

[আরও পড়ুন: একাধিক ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা, কোচবিহারে প্রচারে ঝড় মোদির]

এরপরই এই ঘটনার বিরোধিতা করে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দেন আসানসোলের বিজেপি প্রার্থী৷ ফেসবুকে সম্পূর্ণ ঘটনার ভিডিও আপলোড করেন আসানসোলের বিদায়ী সাংসদ৷ এই ঘটনার নিন্দা করেন৷ এবং শাসকদলের বিরুদ্ধে হিন্দিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘‘যারা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিল, তাঁদের মুখে দেশের প্রধানমন্ত্রীর নামে এই অভিযোগ শুনব না৷ এবার ইট মারলে, পাটকেল খেতে হবে৷ আমাদের সকলকে একসঙ্গে তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে হবে৷’’

The post বাড়ির সামনে ‘চৌকিদার চোর হ্যায়’ ফ্লেক্স, ফেসবুকে ক্ষোভপ্রকাশ বাবুল সুপ্রিয়র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement