shono
Advertisement
Commercial Gas

নতুন অর্থবর্ষের শুরুতেই স্বস্তি, অনেকখানি কমল গ্যাসের দাম

১ এপ্রিল থেকেই কার্যকরী হবে সিলিন্ডারের নতুন দাম।
Published By: Anwesha AdhikaryPosted: 08:27 AM Apr 01, 2025Updated: 08:49 AM Apr 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন অর্থবর্ষের শুরুতেই স্বস্তি। একলাফে অনেকখানি কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১ এপ্রিল থেকেই কার্যকরী হবে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম। সিলিন্ডারপিছু ৪১ টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭২ টাকা। তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের দাম কমেনি।

Advertisement

এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম হচ্ছে ১৮৭২ টাকা। মার্চে এই দাম ছিল ১,৯১৩ টাকা। তবে সেবার সিলিন্ডারপিছু ৬ টাকা করে বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯০৭ টাকা। তবে এপ্রিলে নতুন অর্থবর্ষ শুরু হতেই সিলিন্ডারের দাম বেশ খানিকটা কমানোর সিদ্ধান্ত নিল এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি। নতুন দর অনুযায়ী, মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম পড়ছে ১৭১৪ টাকা। দিল্লি এবং চেন্নাইয়ে যথাক্রমে সিলিন্ডারের দাম ১৭৬২ এবং ১৯২৪ টাকা।

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের ঠিক আগে আগে সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। মার্চ মাসে কিছুটা বেড়ে যায় গ্যাসের দাম। তবে নতুন অর্থবর্ষের শুরুতেই চওড়া হাসি ব্যবসায়ীদের মুখে। গ্যাসের দাম কমায় লাভ বাড়বে ব্যবসায়।

হোটেল-রেস্তরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়লে নিঃসন্দেহে তা চাপ বাড়ায় ব্যবসায়ীদের। চাপে পড়েন LPG চালিত গাড়ির মালিকরাও। ফলে সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ খানিকটা বাড়ে। তবে এপ্রিল মাসটুকু অন্তত স্বস্তিতে থাকবেন আমজনতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম হচ্ছে ১৮৭২ টাকা।
  • বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়।
  • হোটেল-রেস্তরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়লে নিঃসন্দেহে তা চাপ বাড়ায় ব্যবসায়ীদের।
Advertisement