shono
Advertisement

Breaking News

দুর্ঘটনার কবলে ‘বচপন কা প্যায়ার’খ্যাত কিশোর, মাথায় চোট নিয়ে ভরতি হাসপাতালে

কয়েক মাস আগেই 'ইন্টারনেট সেনসেশন' হয়ে ওঠে এই কিশোর।
Posted: 08:59 AM Dec 29, 2021Updated: 08:59 AM Dec 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে ‘বচপন কা প্যায়ার’ (Bachpan Ka Pyaar) খ্যাত কিশোর সহদেব দির্দো। মঙ্গলবার বাবার সঙ্গে বাইকে করে নিজের গ্রামে ফিরছিল সে। তখনই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে ভরতি করা হয়েছে তাকে। তার মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টায় ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা জেলায় ছিল সহদেব। বাবার সঙ্গে বাইকে করে যাচ্ছিল সে। তার মাথায় হেলমেট ছিল না। এই সময়ই তাদের বাইকটি পিছলে যায়। তাতেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার বাবার আঘাত সামান্য হলেও সহদেবের মাথায় চোট লাগে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে নিয়ে যাওয়া হয় জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

[আরও পড়ুন: ‘কোভিডে মৃতদের ভাসিয়ে গঙ্গাগামী মেট্রোয় সওয়ার মোদি’, উত্তরপ্রদেশের প্রচার নিয়ে খোঁচা তৃণমূলের]

রাতেই বিখ্যাত গায়ক বাদশাহ (Badshah) টুইট করে জানিয়েছেন, তিনি সহদেবের পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং শিগগিরি হাসপাতালে যাচ্ছেন। তিনি লেখেন, ”আমি ওর পাশে রয়েছি। আপনাদের প্রার্থনা প্রয়োজন।” এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল নির্দেশ দিয়েছেন সহদেবকে যেন দ্রুত ও সেরা চিকিৎসাই দেওয়া হয় তা নিশ্চিত করতে। 

মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে সহদেব

কয়েক মাস আগেও সহদেব নামের এই খুদে ছিল একেবারেই অখ্যাত এক কিশোর। কিন্তু গত জুলাইয়ে সে রাতারাতিই ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে ওঠে ‘জানে মেরি জানেমন বচপন কা প্যায়ার’ গানটির সূত্রে। স্কুলের পোশাকে ক্লাসরুমে গানটি গেয়েছিল সহদেব। এরপরই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জনপ্রিয় গায়ক বাদশাহ নিজের ইনস্টাগ্রামে গানটির একটি রিমিক্স তৈরি করেন। সেই রিমিক্সে ব্যবহার করেন সহদেবের গাওয়া গানটির ভার্শনই।

[আরও পড়ুন: বক্স অফিসে ধুঁকছে ৮৩ ছবির ব্যবসা, বকেয়া পারিশ্রমিক নিতে নারাজ রণবীর সিং!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement