সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য় সরকার সব দাবিপূরণ করেছে। এবার কাজে ফিরুন। আন্দোলনের ৪০তম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। জানিয়েছেন, প্রথম দিন থেকে আর জি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। তাঁদের অধিকাংশ দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন। তাঁদের সেই দাবি অনেকাংশে মেনেও নিয়েছে রাজ্য। কিন্তু এবার আমজনতার কথা ভেবে কাজে যোগ দিন ডাক্তাররা, চাইছেন অভিষেক।
এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, 'প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সব দাবিদাওয়া সমর্থন করেছি। তাঁদের অধিকাংশ দাবিদাওয়া যুক্তিপূর্ণ বলেই মনে হয়েছে। রাজ্য় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, ১৪ দিনের মধ্যে বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি বসানো হবে, নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো উন্নয়ন ঘটানো হবে। একইসঙ্গে রাজ্য় সরকার তাঁদের দাবি মেনে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্যদপ্তরের একাধিক শীর্ষকর্তাকে বদলি করেছে।" তাঁর আর্জি, 'এর পর সৌজন্য দেখিয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে কাজে ফেরার কথা ভাবনাচিন্তা করা উচিত। জনগণের জন্য রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে কাজ শুরু করা উচিত। পরিবর্তনগুলি অবিলম্বে কার্যকর করতে টাস্ক ফোর্সের উদ্যোগগুলিকে খতিয়ে দেখা উচিত।'
এর পাশাপাশি সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। লিখেছেন, 'সিবিআইকে জবাবদিহি করতে হবে। দ্রুততার সঙ্গে দোষীকে শাস্তি প্রদান করতে হবে। কোনও অপরাধীকে যেন রেহাই না দেওয়া হয়, তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়।' খোঁচা দিয়েছেন সাফল্য নিয়েও। তাঁর দাবি, 'সিবিআইয়ের রেকর্ড নিজেই কথা বলে। গত ১০ বছরে, তারা একটিও তদন্ত সম্পন্ন করেনি।" শেষে লেখেন, 'ন্যায়বিচার বিলম্বিত হলে তা ন্যায়বিচার অস্বীকার করার সমান।'