shono
Advertisement

অসহায় দানা মাঝির সাহায্যে এগিয়ে এলেন বাহরিনের প্রধানমন্ত্রী

ওড়িশার দানা মাঝির জন্য তাঁর হৃদয় কেঁদে ওঠে৷ সব দেখে চুপ করে বসে থাকতে পারেননি তিনি৷ The post অসহায় দানা মাঝির সাহায্যে এগিয়ে এলেন বাহরিনের প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:12 AM Aug 31, 2016Updated: 08:42 PM Aug 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের কাছে চেয়ে মেলেনি শববাহী যান৷ অর্থের অভাবে স্ত্রীর মরদেহ নিজের কাঁধে তুলেই ১০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন স্বামী দানা মাঝি৷ পাশে ছিল তাঁর কিশোরী কন্যা৷ ওড়িশার বাসিন্দার এমন বেদনাদায়ক ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল৷ শুধু ভারত বললে ভুল হবে৷ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এই মর্মান্তিক খবর৷ যা শুনে অনেকের চোখের কোণেই জল এসেছিল৷ কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউই৷

Advertisement

বাহরিনে বসে গাল্ফ নিউজ ডেইলি সংবাদপত্র পড়ে খবরটা জানতে পারেন সে দেশের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সলমন আল খলিফা৷ ওড়িশার দানা মাঝির জন্য তাঁর হৃদয় কেঁদে ওঠে৷ সব দেখে চুপ করে বসে থাকতে পারেননি তিনি৷ এক মুহূর্তে সময় নষ্ট না করে অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি৷

বাহরিনের প্রধানমন্ত্রীর এই মানবিক চেহারা আগের দেখার হয়তো সুযোগ হয়নি ভারতবাসীর৷ বাহরিনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে দানা মাঝির কাছে অর্থ পাঠানোর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী প্রিন্স খালিফা৷ তবে অর্থের পরিমাণ নির্দিষ্টভাবে জানা যায়নি৷ তাঁর পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন৷ স্ত্রীর চিকিৎসায় সর্বশান্ত দানা মাঝির কাছে বাহরিনের প্রধানমন্ত্রীর থেকে অর্থলাভ একেবারে অপ্রত্যাশিত ছিল৷ এই অর্থ নিঃসন্দেহে খানিকটা ক্ষতে মলম লাগাবে স্ত্রী-হারা স্বামীর৷

The post অসহায় দানা মাঝির সাহায্যে এগিয়ে এলেন বাহরিনের প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement