shono
Advertisement

সাড়ে তিন বছরেই ঠোঁটস্থ সব রাজ্যের রাজধানী, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল বালুরঘাটের খুদে

খুশি পরিবার।
Posted: 08:44 PM Apr 13, 2023Updated: 08:56 PM Apr 13, 2023

রাজা দাস, বালুরঘাট: বয়স মাত্র সাড়ে তিনবছর। তাতেই ছিনিয়ে আনল সেরার শিরোপা। একাধিক রাজ্য, অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল বালুরঘাটের খুদে।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুরের সীমান্তবর্তী গ্রাম কিসমত রামকৃষ্ণপুর। প্রত্যন্ত সেই গ্রামের কৃষক পরিবারের খুদে দিপান্বিতা বর্মন। বয়স মাত্র সাড়ে তিন হলে কী হবে, ঠোঁটস্থ একাধিক রাজ্য, অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম। মেয়ের পারদর্শীতা দেখে পরিবারের লোকেরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে যোগাযোগ করেন। গত ১১ মার্চ তাঁরা খুদের একটি ভিডিও পাঠায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। সেখানে মাত্র ২ মিনিটে দ্বিপান্বিতা ৬৪ টি রাষ্ট্র, ২৮ অঙ্গরাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম বলে। এতেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সিলেকশন হয় দিপাম্বীতা। পরিবার-সহ গর্বিত এলাকার মানুষজন।

[আরও পড়ুন: বিচ্ছেদ হতেই বিবাহিত প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস! পুলিশের জালে ‘গুণধর’]

খুদের আত্মীয় বিমল বর্মন জানান, ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ওয়েবসাইটে মেল করা হয়েছিল ভিডিও। ১৩ মার্চ ফোন করা হয়। কর্তৃপক্ষর কথামত পাঠানো হয় বার্থ সার্টিফিকেট ও আধার কার্ড। ২৮ মার্চ সিলেকশনের পর ৫ এপ্রিল রেকর্ডে নাম ওঠে। ১১ এপ্রিল বাড়ি এসে পৌঁছয় শংসাপত্র-সহ পুরস্কার ও মেডেল। পরিবারের লোকের কথায়, সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামে পড়াশোনার বিকাশ হয়নি সেভাবে। বাড়িতে অভিভাবকরা খুদেকে এগুলি চর্চা করাতেন। তাতেই এই সাফল্যে খুশি পরিবার।

[আরও পড়ুন: নীল ষষ্ঠীতে স্ত্রীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেলন ভাটপাড়ার যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার