shono
Advertisement

লঙ্কাবধ করে শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি শাকিবদের প্রথম জয়। The post লঙ্কাবধ করে শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:43 PM Mar 19, 2017Updated: 02:29 PM Mar 19, 2017

শ্রীলঙ্কা- ৩৩৮ ও ৩১৯
বাংলাদেশ- ৪৬৭ এবং ১৯১/৬
বাংলাদেশ চার উইকেটে জয়ী

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শততম টেস্টে বিদেশের মাটিতে ম্যাচ জয়ের থেকে বড় পুরস্কার আর কী বা হতে পারে? নিজেদের ১০০ তম টেস্ট ম্যাচটি জিতে তা চিরস্মরণীয় করে রাখল বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে হারের বদলাও নিয়ে ফেলল তারা। ফলে সিরিজ এখন ১-১।

[মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগী আদিত্যনাথের ৭ বিতর্কিত মন্তব্য]

টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। কিন্তু বাংলাদেশের বোলারদের দাপটে ৩৩৮ রানেই গুটিয়ে যায় তাঁদের ইনিংস। একমাত্র দীনেশ চান্দিমল ১৩৮ রান করেছিলেন। বিস্ময় অফস্পিনার মেহেদি হাসান মিরাজ তিনটি উইকেট তুলে নেন। এছাড়া দু’টি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান, শুভাশিষ ও সাকিব আল হাসান।

[জাঠ আন্দোলনের জের, দিল্লির একাংশে বন্ধ হচ্ছে মেট্রো পরিষেবা]

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবলীলভাবেই খেলতে থাকেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। তামিম ইকবাল(৪৯) ও সৌম্য সরকারের(৬১) ব্যাটে ভর করে রানের ভিত মজবুত করে বাংলাদেশ। এরপর বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যান সাবির রহমান(৪২)। তবে দলের হয়ে সর্বোচ্চ রান শাকিব আল হাসানের। মুশফিকুর রহিম (৫২) এবং মোসাদ্দেক হোসেন(৭৫)-কে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যান শাকিব। এরমধ্যে নিজের শতরানও পূর্ণ করেন তিনি। শেষপর্যন্ত ১১৬ রানে থামে তাঁর ব্যাট। শেষপর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৭ রানে।

[“একজনই মোদিকে হারাতে পারেন ২০১৯-এ”]

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও একই অবস্থা হয় শ্রীলঙ্কার। ওপেনার করুনারত্নের ১২৬ রান বাদে কারও ব্যাট দিয়ে রান বেরোয়নি। শেষদিকে পেরেরা (৫০) ও লাকমল(৪২) কিছুটা চেষ্টা করেন। শেষপর্যন্ত ৩১৯ রানে শেষ হয় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ১৯১ রান তাড়া করতে নেমে দলের ২২ রানের মাথায় রঙ্গনা হেরাথের বলে পরপর প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য সরকার (১০) ও ইমরুল কায়েস(০)। কিন্তু অপর ওপেনার তামিম ও সাব্বির রহমান দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন। শেষদিকে দ্রুত বেশ কয়েকটি উইকেট পড়লেও চার উইকেট বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

[ব্যাটে-বলে বাজিমাত জাদেজার, জয়ের দোরগোড়ায় ভারত]

একে, শততম টেস্ট। তার উপর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়। স্বভাবতই গোটা বাংলাদেশ ক্রিকেটারদের এই সাফল্যে মেতে উঠেছে। রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জায়গায় সেই দৃশ্য চোখে পড়ছে।

The post লঙ্কাবধ করে শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement