shono
Advertisement

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি

ভারতীয় দলের জয়ের কথা উঠলেই এখন ঘুরেফিরে একজনের কথাই উঠে আসে৷ তিনি বিরাট কোহলি৷ The post বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:06 PM Feb 13, 2017Updated: 09:39 AM Feb 13, 2017

ভারত: ৬৮৭/৬ (ডিক্লেয়ার) ও ১৫৯/৪ (ডিক্লেয়ার)

Advertisement

বাংলাদেশ: ৩৮৮ ও ২৫০

২০৮ রানে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা টেস্টের ইতি৷ আর সেই সঙ্গে আরও একটি রেকর্ড এল নেতা কোহলির ঝুলিতে৷ বিরাটের নেতৃত্বে প্রথমবার টানা ছ’টি টেস্ট সিরিজে জয়ী টিম ইন্ডিয়া৷ সেই সঙ্গে টানা ১৯টি টেস্টে অপরাজিত থেকে সুনীল গাভাসকরের রেকর্ড ভেঙে দিলেন বিরাট৷

(মুসলিম হয়েও কেন ভারতের হয়ে খেলেন? ইরফানকে প্রশ্ন পাক কন্যার)

ভারতের মাটিতে একমাত্র টেস্টে পরাস্ত হল বাংলাদেশ৷ এমনটাই যে হওয়ার সম্ভাবনা বেশি ছিল তা আগে থেকেই ধারণা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ কিন্তু তা সত্ত্বেও প্রশংসা কুড়িয়েই এই দেশ ছাড়বেন মুশফিকুর রহিমরা৷ কারণ পূর্ব পরিসংখ্যান দেখে অনেকেই মনে করেছিলেন, বেঙ্গল টাইগারদের হারাতে খুব বেশি কসরত করতে হবে না বিরাটদের৷ হায়দরাবাদে টেস্টের শুরুটাও হয়েছিল সেভাবেই৷ বাংলাদেশি পেসার আর স্পিনারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন মুরলী বিজয়, কোহলি, ঋদ্ধিমানরা৷ তিনজনই হাঁকিয়ে ছিলেন সেঞ্চুরি৷ প্রায় ৭০০ রানের পাহাড় গড়েই যেন জয় নিশ্চিত করে ফেলেছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু হারার আগে হার মানেননি শাকিবরা৷ আর সেই স্পোর্টসম্যান স্পিরিটই বিদেশি উইকেটে ঘুরে দাঁড়াতে সাহায্য করল তাঁদের৷ ফলো-অন বাঁচিয়ে শেষ দিন পর্যন্ত গড়াল ম্যাচ৷ তারই মধ্যে অধিনায়ক রহিমের ব্যাট থেকে এল একটি সেঞ্চুরিও৷ এই বা কম পাওনা কী! টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দলকেও রীতিমতো খেটে জিততে হল৷ ভারতের মাটিতে বাংলাদেশের হারানোর যেখানে কিছুই ছিল না, সেখানে অনেক কিছু জিতে নিয়ে দেশে ফিরছেন সৌম্য সরকাররা৷ ভারতীয় দলের কোচ অনিল কুম্বলেও স্বীকার করলেন, কয়েক বছর আগে যে বাংলাদেশকে তিনি দেখেছেন, এই দলের পারফরম্যান্স তার চেয়ে অনেক ভাল৷

(শহিদ জওয়ানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, পালটা জবাব দিলেন শেহবাগ)

তবে ভারতীয় দলের জয়ের কথা উঠলেই এখন ঘুরেফিরে একজনের কথাই উঠে আসে৷ তিনি বিরাট কোহলি৷ নেতৃত্বের বোঝা মাথায় নিয়েও অবলীলায় যিনি ডাবল সেঞ্চুরি হাঁকান৷ আর অকপটে বলে দেন, এখনও অনেক কাজ বাকি৷ ম্যাচের সেরা হওয়া বিরাটের পরবর্তী লক্ষ্য অস্ট্রেলিয়া সিরিজ৷ যার প্রস্তুতি মঞ্চে সতীর্থদের পারফরম্যান্সকে শাবাশি জানালেন তিনি৷ আর নিজেকে ছাপিয়েও এই বাংলাদেশের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব বোলারদেরই দিলেন ক্যাপ্টেন কোহলি৷

It’s all over! India win the one-off Test against Bangladesh by 208 runs @Paytm Test Cricket #INDvBAN pic.twitter.com/VSYZTyTjGS

— BCCI (@BCCI) February 13, 2017

The post বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement