ভারত: ১৮৬ (রাহুল ৭৩, রোহিত ২৭, শাকিব ৫/৩৬)
বাংলাদেশ: ১৮৭ (লিটন ৪১, মেহদি ৩৮, সিরাজ ৩/৩২)
১ উইকেটে জয়ী বাংলাদেশ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের (India vs Bangladesh) প্রথম ম্যাচে জঘন্য হার ভারতের। রবিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শাকিব আল হাসানের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ। ব্যাটিং বিপর্যয়ের পরে অবশ্য বোলাররা পালটা লড়াই শুরু করেন। অল্প রানের পুঁজি নিয়েই জেতানোর চেষ্টা করেন দীপক চাহার-শার্দূল ঠাকুররা। তবে চাপে পড়েও ম্যাচ বের করে ফেলেন বাংলাদেশি ব্যাটাররা। তিন ম্যাচের সিরিজে এগিয়ে থাকল বাংলাদেশ।
বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগেই হাসপাতালে পরিণত হয়েছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম। প্রথম ম্যাচে নামার আগের দিনই জানা যায়, হাতের চোটে ছিটকে গিয়েছেন তারকা পেসার মহম্মদ শামি। রবিবার মাঠে নেমে রোহিত শর্মা জানিয়ে দেন, দলে একাধিক চোট-আঘাতের সমস্যা রয়েছে। বাধ্য হয়ে কে এল রাহুলকে উইকেট কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়। স্পেশ্যালিস্ট বোলার হিসাবে কেবল মহম্মদ সিরাজের সঙ্গে এই ম্যাচে অভিষেক হওয়া কুলদীপ সেনকে দলে রাখা হয়। বোলিং অপশন বলতে দীপক চাহার, শাহবাজ আহমেদদের উপরেই ভরসা করতে হয় রোহিতকে। ম্যাচ চলাকালীন জানা যায়, চোটের জন্য সিরিজে নেই ঋষভ পন্থও।
[আরও পড়ুন: আইপিএলের পর আবু ধাবিতে টি-১০ লিগে খেলবেন ধোনি? বড় আপডেট দিল আয়োজকরা]
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দীর্ঘদিন পরে ভারতের জার্সিতে রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটিকে মাঠে দেখা যায়। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তাঁরা। এদিন ব্যর্থ হন বিরাট কোহলিও। দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার আর রাহুলের জুটি। ৪৩ রান করে দলের অবস্থা কিছুটা ভাল করেন তাঁরা। কেকেআর অধিনায়কের উইকেট পড়তেই আবার সমস্যায় পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ।
পাঁচ নম্বরে নেমে এদিন লড়াকু ইনিংস খেলেন রাহুল। উলটোদিকে পরপর উইকেট পড়ার মধ্যেও ৭০ বলে ৭৩ রান করেন তিনি। তবে ৫০ ওভার খেলতে পারেনি ভারত। ৪২ ওভারেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। শাকিবদের দাপটে মাত্র ১৮৬ রান তোলে ভারত।
পালটা লড়াইয়ের মেজাজেই মাঠে নামে ভারত। বাংলাদেশের লক্ষ্য বেশ সহজ থাকলেও নিয়ন্ত্রিত বোলিং করেন ভারতের বোলাররা। কৃপণ বোলিং করেন দীপক চাহার-শার্দূল ঠাকুররা। রান তুলতে না পেরেই চাপে পড়ে যায় বাংলাদেশ ব্যাটাররা। ভারতের মতো একই ভাবে রান তুলতে গিয়ে উইকেট খোয়ান লিটনরা। অসাধারণ ক্যাচে শাকিবকে প্যাভিলিয়নে ফেরান বিরাট কোহলি। টাইগারদের অধিনায়ক ছাড়া কেউই রান পাননি। শেষের দিকে মরিয়া লড়াই চালান মেহদি হাসান। রবিবারের ম্যাচে তিনিই বাংলাদেশের নায়ক। কঠিন পরিস্থিতিতে রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন মেহদি। এদিন একাধিক সহজ ক্যাচের সুযোগ হাতছাড়া করেছে ভারত। জিতে যাওয়ার পরিস্থিতি থেকে ম্যাচ হেরে গিয়ে সেই ভুলের মাশুল দিলেন রাহুলরা।