shono
Advertisement

সংখ্যালঘু রক্ষায় ভারতের সাহায্য প্রয়োজন নেই, জানাল বাংলাদেশ

বৃহস্পতিবারই সন্ত্রাসবাদ দমনমূলক এক বিশেষ অভিযান শুরু করে বাংলাদেশ পুলিশ৷ The post সংখ্যালঘু রক্ষায় ভারতের সাহায্য প্রয়োজন নেই, জানাল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:56 PM Jun 14, 2016Updated: 02:26 PM Jun 14, 2016

সুকুমার সরকার: দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার্থে কোনও বিদেশি সাহায্য লাগবে না বলে জানালেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করলেও এই ইশারা যে ভারতেরই প্রতি– তা বুঝে নিতে অসুবিধা হয় না৷ কারণ সম্প্রতি সে দেশে ইসলামিক জঙ্গিরা পরপর সংখ্যালঘু হিন্দুদের কোতল করায় দুই হিন্দু নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ দাবি করেছিলেন৷

Advertisement

মন্ত্রী ইনু বলেন, “শুধু সংখ্যালঘু সম্প্রদায়ই নয়৷ সন্ত্রাসবাদীদের হিংসার শিকার দেশের সাধারণ জনগণও৷ এগুলি সরকারকে পর্যুদস্ত করতে পরিকল্পিত ষড়যন্ত্র৷ তবে এতে দেশের অভ্যন্তরীণ সম্প্রীতিতে কোনও ব্যাঘাত ঘটবে না৷” শেখ হাসিনা সরকার হিন্দুদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেছেন মন্ত্রী ইনু৷

অন্যদিকে, সন্ত্রাসবাদী কাজে যোগসাজশে এখনও পর্যন্ত প্রায় ৮,৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ৷ এদের মধ্যে রয়েছে ১১৯ জন জঙ্গি, যারা জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ কিংবা আনসারুল্লা বাংলা টিমের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত৷ দেশে সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা অত্যাচার ও হত্যালীলা প্রতিরোধে বৃহস্পতিবারই সন্ত্রাসবাদ দমনমূলক এক বিশেষ অভিযান শুরু করে বাংলাদেশ পুলিশ৷ বর্ডার গার্ড বাংলাদেশের আধা সামরিক বাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাস দমন শাখার যুগ্ম প্রয়াসে চলছে এই অভিযান৷

The post সংখ্যালঘু রক্ষায় ভারতের সাহায্য প্রয়োজন নেই, জানাল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement