shono
Advertisement

‘এ দেশে আর কেউ না খেয়ে থাকবে না’, বিশ্ব খাদ্য দিবসে অঙ্গীকার শেখ হাসিনার

করোনা কালে খাদ্য নিরাপত্তায় কী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার, সবিস্তারে জানান প্রধানমন্ত্রী।
Posted: 07:49 PM Oct 16, 2020Updated: 07:49 PM Oct 16, 2020

সুকুমার সরকার, ঢাকা: বিশ্ব খাদ্য দিবসে (World Food Day) দেশের মানুষের খাদ্য সুরক্ষায় জোর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কথায়, ”এ দেশে আর কেউ না খেয়ে থাকবে না।” শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) কৃষি মন্ত্রণালয়ের এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মূল অনুষ্ঠানস্থল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অংশ নেন শেখ হাসিনা।

Advertisement

সেমিনারে ভাষণ দিতে গিয়েই প্রধানমন্ত্রী বলেন, ‘‘খাদ্য নিরাপত্তাটা যেন নিশ্চিত থাকে এবং প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছয়, সে জন্য হতদরিদ্রের মধ্যে আমরা বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা সবসময় অব্যাহত রাখব। একটি মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়।’’ তিনি আরও বলেন যে একটি মানুষও আর গৃহহীন থাকবে না। আজকের করোনা পরিস্থিতিতে কৃষিক্ষেত্রকে প্রাধান্য দেওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‘যখনই বিশ্বে করেনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে, তখনই আমরা খাদ্য উৎপাদনে সর্বাধিক গুরুত্ব আরোপ করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি। খাদ্যের নিশ্চয়তা প্রদানের উদ্যোগ নিয়েছি।’’

[আরও পড়ুন: চিনা ফাঁদে বাংলাদেশ, প্রকল্পগুলিতে দফায় দফায় ব্যয় বৃদ্ধি চৈনিক সংস্থাগুলির]

বাংলাদেশের মানুষকে যেন কোনও কষ্ট ভোগ করতে না হয়, সেজন্য তাঁর নেতৃত্বাধীন সরকার নানা কাজকর্ম করছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘‘আর্থিক প্যাকেজ অনুযায়ী কৃষকদের সবথেকে বেশি সুবিধা প্রদান করা হয়েছে। যাতে তাঁরা তাঁদের সাধারণ কাজগুলো অর্থাৎ কৃষিকাজ ভালভাবে চালাতে পারেন।’’এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। ছিলেন কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরি। অনুষ্ঠানে বিশ্ব খাদ্য সংস্থার (FAO) মহাপরিচালক কিউ ডং ইউয়ের আগেকার একটি ভাষণ সম্প্রচার করা হয়। বাংলাদেশের কৃষিক্ষেত্রের সাফল্যে নিয়ে একটি ভিডিও দেখানো হয় এই সেমিনারে।

[আরও পড়ুন: করোনা আবহে বাংলাদেশে দুর্গাপুজোয় প্রসাদ বিতরণ, শোভাযাত্রায় জারি নিষেধাজ্ঞা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement