shono
Advertisement

সন্ত্রাসদমনে আন্তর্জাতিক সাহায্য চায় বাংলাদেশ

সন্ত্রাস ও মৌলবাদের বিরু‌দ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ– মঙ্গলবার জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহেমুদ আলি৷ The post সন্ত্রাসদমনে আন্তর্জাতিক সাহায্য চায় বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:12 PM Jul 06, 2016Updated: 10:42 AM Jul 06, 2016

সুকুমার সরকার: সন্ত্রাস ও মৌলবাদের বিরু‌দ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ– মঙ্গলবার জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহেমুদ আলি৷ ভারতও তদন্তের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলাদেশের দিকে৷ অন্যদিকে, ঢাকার গুলশান হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকটি নাম৷ এদের বিরু‌দ্ধে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনের পরিপ্রেক্ষিতে অভিযোগও দায়ের করা হয়েছে৷ সেই মোতাবেক তাদের গ্রেফতারও করা হয়েছে বলে জানান ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান খান৷ অন্যদিকে এদিন ভোরবেলা দেশে নিয়ে যাওয়া হয়েছে নিহত জাপানিদের দেহ৷ জাপান সরকারের পাঠানো একটি বিমানে মৃতদেহগুলি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ বিমানে ছিলেন নিহতদের পরিজন-সহ জাপান সরকারের বেশকিছু উচচপদস্থ আধিকারিক৷

Advertisement

মঙ্গলবার রাজধানীর ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের আসাদুজ্জামন জানান, সেনাযু‌দ্ধে ছয় জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হলেও পরে পাঁচজনের দেহ শনাক্ত করে তাদের মা-বাবা৷ তথ্য ও প্রমাণ বলছে, তারা সবাই স্থানীয় জঙ্গি৷ তবে বেকারির রাঁধুনি জঙ্গিদের নয়, সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে৷ কিন্তু মঙ্গলবার ধৃত জঙ্গি সম্বন্ধে জিজ্ঞেস করা হলে সেই প্রশ্ন এড়িয়ে যান আসাদুজ্জামান৷ সন্দেহের তালিকায় রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসানত রেজা করিম৷ ঘটনার দিন সে সস্ত্রীক তার দুই সন্তান-সহ উপস্থিত ছিল হোলে আর্টিজান বেকারিতে৷ তার স্ত্রীর মাথায় হিজাব থাকায় ও সে কোরানের সুরাপাঠের ‘ইমতিহানে’ সফল হওয়ায় তার পরিবারকে ছেড়ে দেওয়া হয়৷ হাসানত জানিয়েছে, মেয়ের জন্মদিন পালন করতে সেদিন সেখানে উপস্থিত ছিল সে৷ তার সঙ্গে জঙ্গি যোগসাজশ রয়েছে৷ এবং তাই তাকে চিনতে পেরে ছেড়ে দেয় জঙ্গিরা৷ আগে হাসানত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কাজ করত৷ তার সঙ্গে হিজবুত তাহরিরের যোগ থাকায় কর্মক্ষেত্র থেকেও বহিষ্কার করা হয় তাকে৷ হাসানত ছাড়াও তাহমিদ হাসিব পুলিশি হেফাজতে রয়েছে৷ জেরার জন্য তলব করা হবে এদের৷

 

The post সন্ত্রাসদমনে আন্তর্জাতিক সাহায্য চায় বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement