নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বাগেরহাটের মোল্লাহাট! বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ডাকে এই মিছিলে যাওয়ার পথে ওই অঞ্চলে হামলা হয় শিক্ষার্থীদের গাড়িতে। সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন পড়ুয়া।
আজ মঙ্গলবার ৩টে নাগাদ ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’(ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালনের আহবান জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই ডাকে সাড়া দিয়ে খুলনা থেকে শিক্ষার্থীরা ঢাকা আসছিলেন। কিন্তু পথেমোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মোল্লাহাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, মার্চ ফর ইউনিটিতে যোগ দেওয়ার জন্য খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের নিয়ে ২৫টি বাস ঢাকার জন্য বের হয়। এর মধ্যে একটি বাস খানিক পিছিয়ে পড়ে। রাস্তায় সাইড দেওয়া নিয়ে মাদ্রাসাঘাট এলাকায় ওই বাসের সঙ্গে অন্য একটি গাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে ঝামেলা চলে। হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও গাড়ি থামিয়ে কয়েকজনকে নামিয়ে মারধর করে। যার জেরে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। খুলনা-মাওয়া মেন রোডে প্রায় দুঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভির বলেন, “খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের উপর হামলা করতে আগে সন্ত্রাসীরা প্রস্তুত ছিল। অনেকে আহত হয়েছে।" আর এক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ জানান, “পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তবে কোনও বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। এর বিচার অতিদ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।