shono
Advertisement
Tarique Rahman

'রক্তের ঋণ শোধ করতে হলে আসুন', নিরাপদ বাংলাদেশ গড়ার বার্তা তারেক রহমানের

'প্রিয় বাংলাদেশ'-এর উদ্দেশে আর কী বললেন খালেদাপুত্র?
Published By: Biswadip DeyPosted: 05:11 PM Dec 25, 2025Updated: 06:30 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। ১৭ বছর পরে ফিরেছেন দেশে। স্বদেশে ফিরে প্রথম ভাষণে তিনি কী বলেন সেদিকে নজর ছিল সকলের। গোটা বক্তৃতায় ভারসাম্য বজায় রাখলেও তারেক কিন্তু আলাদা করে জোর দিলেন 'নিরাপদ' বাংলাদেশের উপরে। আহ্বান করলেন ''রক্তের ঋণ শোধ করতে হলে আসুন।''

Advertisement

এদিন দেশের মানুষের সহযোগিতা নিয়ে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান (Tarique Rahman)। পাশাপাশি বিশৃঙ্খলা পরিহারেরও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, ''সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।''

বিমানবন্দরে তারেক। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, গত জুলাইয়ে যে পরিবর্তনের বাংলাদেশের দেখা মিলেছে সেখানে বারে বারে প্রশ্ন উঠেছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে। সেই পরিপ্রেক্ষিতে তারেকের এদিনের মন্তব্য, ''যে ধর্ম, শ্রেণি, রাজনীতির মানুষ হই না কেন, শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে, বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে। যেন মানুষ নিরাপদে থাকতে পারে। নারী, শিশু, পুরুষ সবাই।''

সম্প্রতি ওসমান হাদির মৃত্যু ঘিরে উত্তাল হয়েছে বাংলাদেশে। সেই প্রসঙ্গ তুলে তারেককে বলতে শোনা যায়, ''রক্তের ঋণ শোধ করতে হলে আসুন, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে, সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব, কাজ করব।'' সকলকে ধৈর্যশীল হয়ে ওঠারও বার্তা দেন তিনি। সামগ্রিক ভাবে কূটনৈতিক দিক থেকে তাঁর ভাষণ ভারসাম্যযুক্ত হলেও আলাদা করে নজর কেড়েছে এই বার্তাগুলি। আওয়ামি লিগ কার্যতই 'অদৃশ্য'। এই পরিস্থিতিতে বিএনপি নেতা হাসিনাকে আক্রমণ করলেও বারবার 'নিরাপদ' বাংলাদেশের কথা যে আসলে জামাতকেই বার্তা, সেই বিষয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।
  • স্বদেশে ফিরে প্রথম ভাষণে ভারসাম্য বজায় রাখলেও তারেক কিন্তু আলাদা করে জোর দিলেন 'নিরাপদ' বাংলাদেশের উপরে।
  • আহ্বান করলেন ''রক্তের ঋণ শোধ করতে হলে আসুন।''
Advertisement