shono
Advertisement

Breaking News

Tarique Rahman

বাংলাদেশে পৌঁছেই নয়া ফেসবুক পেজ, চেনেন তারেককন্যার পোষ্য জেবুকে?

বিদ্যুতের গতিতে বাড়ছে ফলোয়ার।
Published By: Tiyasha SarkarPosted: 07:07 PM Dec 25, 2025Updated: 07:07 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদাজিয়াপুত্র তারেক রহমান। স্ত্রী-সন্তান ও পোষ্য ফিরেছে তাঁর সঙ্গে। বাংলাদেশে পৌঁছেই সেই সাইবেরিয়ান বিড়াল 'জেবু'র নামে খোলা হল ফেসবুক পেজ Jebu The Cat। বিদ্যুতের গতিতে বাড়ছে ফলোয়ার।

Advertisement

কিন্তু জানেন কী বিশেষত্ব এই সাইবেরিয়ান ক্যাটের? এই প্রজাতির বিড়াল আকারে তুলনামূলক অনেকটা বড় হয়। ওজন থেকে প্রায় ৮ থেকে ৯ কেজি পর্যন্ত। ঘন পশমে ঢাকা থাকে গোটা শরীর। তবে বাংলাদেশে সাধারণত যে বিড়াল মেলে এই প্রজাতির ওদের মতো লাফালাফি পছন্দ নয় একেবারেই। শান্ত প্রকৃতির এই বিড়াল সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে। মালিকের মন খারাপের হদিশ পায় এরা সহজেই। পরিস্থিতি বুঝে সঙ্গ দিতেও এই প্রজাতির বিড়ালে জুড়ি মেলা ভার।

 

বাংলাদেশে এই প্রজাতির বিড়ালের খুব একটা দেখা মেলে না। ফলে জেবুর নামে ফেসবুক পেজ তৈরি হতেই সেখানে ঢু মারছেন বাংলাদেশিরা। এদিকে ফলোয়ার বাড়াতে বিভিন্ন রকমের মজার জিনিস পোস্ট করা হচ্ছে পেজথেকে। কোনও পোস্টে লেখা হয়েছে, দেশের বিড়াল সমাজের জন্য বিলেত থেকে খাবার এনেছে জেবু! কোথাও আবার মজা করে লেখা হয়েছে, বিড়াল সমাজেরও নিরাপত্তা প্রয়োজন। সব মিলিয়ে উত্তপ্ত বাংলাদেশের নজরে এবার সাইবেরিয়ান ক্যাট জেবু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদাজিয়াপুত্র তারেক রহমান। স্ত্রী-সন্তান ও পোষ্য ফিরেছে তাঁর সঙ্গে।
  • বাংলাদেশে পৌঁছেই সেই সাইবেরিয়ান বিড়াল 'জেবু'র নামে খোলা হল ফেসবুক পেজ। বিদ্যুতের গতিতে বাড়ছে ফলোয়ার।
Advertisement