সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের অস্বস্তি বেড়েই চলেছে। রবিবার ভোরে পুলিশ আটক করল দলের শাখা সংগঠন নিষিদ্ধ ছাত্র লিগের ৪৪ নেতা-কর্মীকে। এর মধ্যে কুমিল্লার টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা থেকে আটক ২৯। অন্যদিকে শনিবার রাতে বিভিন্ন উপজেলা থেকে আটক হয়েছেন আরও ১৫ জন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বাংলাদেশের সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।
কুমিল্লার পুলিশ আধিকারিক মহিনুল ইসলাম জানিয়েছেন, রবিবার ভোর ৬টা নাগাদ টমছম ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্র লিগের নেতা-কর্মীরা। খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা পালাতে চেষ্টা করেন। এরপরই ওই সব এলাকা থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। ধৃতদের থেকে ব্যানার, লাঠি ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়। তাঁর দাবি, কুমিল্লায় অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছিল। সেই কারণেই এই গ্রেপ্তারি।
এদিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানিয়েছেন, ‘দেবীদ্বার, দাউদকান্দি, মুরাদনগর, কুমিল্লা সদর দক্ষিণ, ভাঙ্গুরা, চান্দিনা ইত্যাদি অঞ্চল থেকেও গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনকারীদের। সব মিলিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
