সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে 'গুজব' ছড়াচ্ছে বলে দাবি করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। এর মাঝেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন সেনা প্রধানরা। বুধবার সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানরা অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন।
সেনার জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মহম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার খালেদা জিয়াকে দেখতে যান হাসপাতালে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে রাত ৯টা নাগাদ তাঁরা হাসপাতালে যান। ২০ মিনিট পরে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। একই রাতে জামাত প্রধান শফিকুর রহমানও হাসপাতালে যান।
মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, "গত ২৭ তারিখ থেকে সিসিইউতে রয়েছেন খালেদা জিয়া। এখন তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা বলা ভালো, ডাক্তারদের পরামর্শ মেন্টেন করতে পারছেন। বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ হয়ে যাবেন বেগম জিয়া।" কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘ বেশ কয়েকমাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছরের খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাঁর প্রবল শ্বাসকষ্ট হওয়ায় ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। প্রতি মুহূর্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। সোমবার রাত থেকে হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
