shono
Advertisement
Bangladesh

বাংলাদেশে জামাতকুল রক্ষায় রাজনীতির ময়দানে কৃষ্ণ! হিন্দু-প্রার্থী দিল 'রাজকারদের দল'

প্রার্থী কৃষ্ণ নন্দী ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি।
Published By: Sucheta SenguptaPosted: 07:30 PM Dec 04, 2025Updated: 07:37 PM Dec 04, 2025

সুকুমার সরকার, ঢাকা: রাজনীতিতে কত কী না হয়! তীব্র হিন্দু বিরোধী দল হিসেবে পরিচিত। কিন্তু ভোট টানতে আচমকা হিন্দু-প্রীতি দেখাচ্ছে বাংলাদেশের জামাত-ই-ইসলামি। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে খুলনা-১ আসনে জামাত এগিয়ে দিয়েছে এক হিন্দু প্রার্থীকে! তাঁর নাম কৃষ্ণ নন্দী। তিনি আবার ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। বুধবার তাঁর প্রার্থীপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাত শিবির। কৃষ্ণ নন্দী জানিয়েছেন, ''শিগগিরই প্রচার শুরু করব।''

Advertisement

দেশের দক্ষিণ জনপদ সুন্দরবন ঘেঁষে ডুমুরিয়া থেকে জামাত-ই-ইসলামির পক্ষ থেকে সাংসদ প্রার্থী হয়েছেন। কৃষ্ণ নন্দী ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। গত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল 'ইসলামি মৌলবাদী' নাম ঘোচাতে জামাত-ই-ইসলামি এবার দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু প্রার্থী দাঁড় করাবে। যেমন চিন্তা, তেমন কাজ। শুধু তাই নয়, দীর্ঘ ১০ মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জামাতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। জেলা জামাতের আমির মওলানা এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের রাজনৈতিক মহলের অভিমত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বড় চমক দেখাল বাংলাদেশের জামাত-ই-ইসলামি।

জামাত সূত্রে জানা গিয়েছে, বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর খুলনায় দলীয় সমাবেশে এসে জামাতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের কথা বলেছিলেন। মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণ নন্দী বিষয়টি স্বীকার করে বলেন, ''আমাকে জামাতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামাত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রচার শুরু করব।''

পূর্বে ঘোষিত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ''১ ডিসেম্বর আমিরে জামাত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারে নেমেছেন। তাছাড়া জামাতের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।'' আগে ঘোষিত জামাতের প্রার্থী মওলানা আবু ইউসুফ বলেন, ''জামাত-ই-ইসলামির সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তাঁর পক্ষে আমি প্রচার শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের নির্বাচনে চমক জামাতের!
  • খুলনা-১ আসনে হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা।
Advertisement