সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বদলার বাংলাদেশে' রেহাই নেই শিল্পীদের। এবার গ্রেপ্তার প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধানমাণ্ডি থেকে গ্রেপ্তার করা হয় সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রীকে। গ্রেপ্তারের ঠিক আগে তাঁর বাড়িতে ভাঙচুর করে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়।
গত আগস্ট থেকে বিভিন্ন সময় বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে সরব হন শাওন। কয়েকদিন আগে শেখ হাসিনার সমর্থনে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টও করেন তিনি। সম্প্রতি 'ডিফেন্স পাকিস্তান' নামের একটি এক্স হ্যান্ডেলের পোস্টও সোশাল মিডিয়ায় শেয়ার করেন। সে কারণে বিখ্যাত সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলেই মনে করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ আনা হয়েছে।
ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোতে গ্রেপ্তারির খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেত্রী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। সে কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মহম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন, আপাতত প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের ঘরনি পুলিশ হেফাজতে রয়েছেন।
