সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওসমান হাদির মৃত্যুতে (Osman Hadi) জ্বলছে বাংলাদেশ (Bangladesh Unrest)। সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতেই গুলিবিদ্ধ হলেন আরও এক ছাত্রনেতা। মোতালেব শিকদার নামে ওই ছাত্রনেতার মাথায় গুলি লাগে সোমবার। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলি এসে লাগে তাঁর মাথার বাঁদিকে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মোতালেবের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, সোমবার বেলা সোয়া ১২টা নাগাদ একটি বাড়ির মধ্য গুলিবিদ্ধ হন মোতালেব। খুলনার সোনাডাঙা এলাকায় দিনকয়েক পরেই জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শাখার একটি মিছিল হওয়ার কথা ছিল। সেই মিছিলের প্রস্তুতি দেখাশোনা করছিলেন মোতালেব। সেময়েই অজ্ঞাতপরিচয় দুস্কৃতীদের গুলি এসে তাঁর মাথার বাঁদিকে লাগে। সঙ্গে সঙ্গে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শাখা জাতীয় শ্রমিক শক্তির অন্যতম নেতা মোতালেবকে।
৪২ বছর বয়সি মোতালেব জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের কনভেনর ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, গুলি লাগলেও মোতালেবের মাথা থেকে বুলেট বের করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য, এভাবেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। তাঁর মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ।
গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি-সংলগ্ন এলাকায় সমাধিস্থ করা হয়েছে ওসমান হাদিকে। তাঁর ‘জানাজা’ লাখো মানুষের ভিড় ছিল। এরপর সন্ধ্যা নামতেই জনতার ভিড় ঘিরে ধরে ঢাকায় অবস্থিত বাংলাদেশের সংসদ ভবনকে। সবমিলিয়ে, প্রত্যেক দিন নানা ঘটনায় বাংলাদেশে হিংসা এবং উত্তেজনার পারদ লাফিয়ে বাড়ছে।
