নিজস্ব সংবাদদাতা, ঢাকা: আগামী সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগেই ফের বাংলাদেশে আন্দোলনমুখী আওয়ামি লিগ। আজ বৃহস্পতিবার ঢাকা লকডাউনের ডাক দিয়েছে হাসিনার দল। তা রুখতে পালটা পথে নেমেছে জামাত এবং ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ শহরের সমস্ত বড় রাস্তায় দুই দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বাংলাদেশের 'মন' থেকে মুজিবকে এখনও মুছে ফেলা যায়নি! তা বুঝতে পেরেই পালটা পথে 'শঙ্কিত' জামাতরা।
এর মধ্যেই ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এমনকী একাধিক বাসে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে সামনে আসছে। বেশ কয়েকটি এলাকায় ককটেল এবং পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলেও দাবি। যা নিয়ে নতুন করে উত্তেজনা বাংলাদেশ। যদিও অশান্তি রুখতে ইতিমধ্যে ওপার বাংলার রাস্তায় টহল দিচ্ছে বাংলাদেশ সেনা। এমনকী বাংলাদেশ পুলিশের বিশাল বাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে খবর।
আজ বৃহস্পতিবার শেখ হাসিনা-সহ তিন জনের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী’ মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। তবে তা সোমবার হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামি লিগের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকী বিচারের নামে প্রহসন বলেও তোপ আওয়ামি লিগের। এর প্রতিবাদেই এদিন ঢাকা লকডাউনের ডাক দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে এই কর্মসূচির ডাক দেন হাসিনার আওয়ামি লিগের নেতা জাহাঙ্গির কবীর নানক। পালটা কর্মসূচির ডাক দেয় জামাত এবং ইসলামি ছাত্র শিবির। সেই মতো ঢাকার উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী-সহ বিভিন্ন জায়গায় লকডাউনের বিরুদ্ধে পথে নামে সদস্যরা।
দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভে জামাত।
যদিও শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর একাধিক আওয়ামি লিগ নেতাকে জেলে পুড়েছে ইউনূস সরকার। সে দেশে প্রশ্নের মুখে সংগঠন। সেই দলের ডাকা কর্মসূচি রুখতে এদিন একেবারে কোমর বেঁধে শিবির পথে নেমেছে জামাত এবং ইসলামি ছাত্র শিবির। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের মাটিতে ফের দাপট বাড়ছে হাসিনার দলের! বলে রাখা প্রয়োজন, আওয়ামি লিগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে আজ বৃহস্পতিবার সকাল থেকেই দেশের রাজধানীতে যানবাহন চলাচল তুলনামূলক অনেকটাই কম। বিভিন্ন জায়গা থেকে আশা অশান্তির খবরে মানুষ আতঙ্কিত। তবে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। অন্য দিনের তুলনায় সড়কে বাস, অটো রিকসা অনেকটাই কম বলেও জানা গিয়েছে।
