সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিনই ঢাকা লকডাউনের ডাক দিয়েছে আওয়ামি লিগ। ফলে অশান্তির আশঙ্কা থাকছেই। তবে শোনা যাচ্ছে, আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় পথে থাকবে সেনা।
আগামী বৃহস্পতিবার শেখ হাসিনা-সহ তিন জনের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী’ মামলার রায় ঘোষণা হওয়ার কথা। ওইদিনই ঢাকায় লকডাউনের ডাক দিয়েছে হাসিনার আওয়ামি লিগের নেতা জাহাঙ্গির কবীর নানক। ফলে ওইদিন ফের বাংলাদেশ অশান্ত হতে পারে আশঙ্কা করছেন বাসিন্দারা। এরইমাঝে ঢাকায় শুরু হয়েছে পুলিশি মহড়া। জানা যাচ্ছে, শনিবার ৭ হাজার পুলিশ কর্মীকে নিয়ে ১৪২ টি এলাকায় মহড়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সরকারি বাসভবনের সামনেও মহড়া চলেছে বলে খবর। লকডাউনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হলে তা মোকাবিলায় এই মহড়া বলে অনুমান। যদিও বাংলাদেশ পুলিশ তা নিশ্চিত করেনি।
রবিবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী। তিনি জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। ঢাকা লকডাউন নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সেনা বাহিনী আগের মতোই মাঠে থাকবে। পাশাপাশি আপাতত দেশে আওয়ামি লিগের যাবতীয় কার্যক্রম যে নিষিদ্ধ, তা ফের মনে করিয়ে দিয়েছেন তিনি।
