সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে উল্কার গতিতে উত্থ্বান হয়েছে জামাত এবং বিএনপি-র। কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই সেখানেও দেখা যাচ্ছে বড় ফাটল। এবার, ইসলামি ছাত্রশিবিরের নেতা এবং রাজশাহি বিশ্ববিদ্যালয়ের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারকে কড়া বার্তা বিএনপি। বিএনপি-র ছাত্রফ্রন্ট ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমদ রাহি এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, আম্মারের বক্তব্য ছাত্রসুলভ নয় এবং অশোভন।
রাক্সুর সাধারণ সম্পাদক আম্মারের হুমকিতে বিশ্ববিদ্যালয়ের ছয়জন ডিন সম্প্রতি পদত্যাগে বাধ্য হন। তাঁদের আওয়ামিপন্থী হিসেবে উল্লেখ করে পদত্যাগে বাধ্য করা হয় বলে অভিযোগ। বর্তমানে বিস্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যরা এই পদের দায়িত্ব নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদ বলেন, "আপত্তি ও বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ডিনরা দায়িত্ব ছেড়ে দেন।" ছাত্রদলের নেতাদের দাবি, জ্ঞানচর্চার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তথাকথিত 'তালা ঝোলানো'র সংস্কৃতি ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, "ছাত্রদল যদি রুখে দাঁড়ায়, আপনারা কোথাও দাঁড়াতে পারবেন না। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য থেকে দূরে থাকুন।" রাহি আরও বলেন, "আজ বাংলার আকাশে-বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে কোপানো হয়েছে।" এক বিবৃতিতে তারা বলেন, শীর্ষ দুই নেতা বলেন, 'শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি হুমকি, অশালীন ও মারমুখী আচরণ জ্ঞানচর্চার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অপপ্রচার ও হুমকির মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা বরদাস্ত করা হবে না।'
