সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে শাসক শিবিরে স্পষ্ট হচ্ছে ফাটল। এবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সরাসরি তোপ দাগলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ইউনূস সরকারের প্রাক্তন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পেছনে 'সরকারের একটি অংশের যোগ রয়েছে' বলে তোপ দাগলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, 'এই যোগ ছাড়াও সমাজে এই ঘটনার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে অনেকদিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটি ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কেউ পেত না।"
দুই সংবাদমাধ্যম উপর হামলার প্রতিবাদে সোমবার ঢাকার এক সভায় এই বিস্ফোরক অভিযোগ করেন নাহিদ। প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আক্রমণের ঘটনাকে 'পুরোপুরি পরিকল্পিত' বলে মনে করেন তিনি। অভিযোগ, 'খুব বেশি মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না। ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। শরিফ ওসমান হাদির ঘটনার পরে কী কী হতে পারে এবং কী কী ঘটনা ঘটানো হবে, এটার একটা চক্রান্ত আগে থেকেই তৈরি হয়েছে।' নাহিদের অভিযোগ, "সেই রাতের ঘটনায়, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, 'শরিফ ওসামন হাদির মৃত্যু এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে।"
এই হামলার ঘটনার তদন্ত দাবি করে তিনি বলেন, 'আমাদের সবার দায়িত্ব নেওয়া উচিত। আমার মনে হয়, সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য। একইসঙ্গে ঢাকা শহরে একজন এমপি পদপ্রার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের মুখ শরীফ ওসমান হাদিকেও যারা এভাবে প্রকাশ্য গুলি করল, সেই বিষয়টারও সুরাহা করতে হবে।'
