shono
Advertisement
Bangladesh

ইউনুসের হাদি-তাস! অন্তর্বর্তী সরকারের আমলেই হত্যার বিচার, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের হত্যার চার্জশিট জমা দিতে হবে।
Published By: Sucheta SenguptaPosted: 07:42 PM Dec 28, 2025Updated: 07:42 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী নির্বাচনে নিহত ছাত্রনেতা ওসমান হাদিকে কার্যত তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে ইউনুস সরকার! তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি-হত্যার বিচার হবে। এবার এই ঘোষণা করে দিলেন ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণকের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত সবার নাম প্রকাশ করা হবে। আগামী ১০ দিনের মধ্যে মামলার চার্জশিট জমা পড়তে চলেছে।

Advertisement

গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারপরই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ফের শুরু হয় হিন্দু নির্যাতন। হাদি হত্যার পালটায় দুই হিন্দু যুবক দীপু দাস ও অমৃত মণ্ডলকে খুন হতে হয়। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস হাদিকে 'শহিদ' তকমা দিয়ে, পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। অথচ দীপু হত্যায় টুঁ শব্দটি করেননি ইউনুস বা তাঁর কোনও সহকর্মী। এবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ঘোষণায় স্পষ্ট, আগামী নির্বাচনে ইউনুসদের হাতিয়ার হতে চলেছে হাদি-আবেগ।

রবিবার ঢাকার সচিবালয়ে কোর কমিটির সভায় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ''অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতদাতাদের শনাক্ত করার জন্য এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না। ১০ দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছেন, তাদের নাম, ঠিকানা-সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারব।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাদি-তাস ইউনুসের! অন্তর্বর্তী সরকারের আমলেই হত্যার বিচার হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
  • ১০ দিনের মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্রের হত্যার চার্জশিট জমা পড়বে।
  • রবিবার এনিয়ে কোর কমিটির বৈঠকে বিস্তারিত জানালেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
Advertisement