shono
Advertisement

Breaking News

সামনে নির্বাচন বাংলাদেশে, ইদের ছুটিতেও নেতা-কর্মীদের কাজের নির্দেশ দিলেন শেখ হাসিনা

ইদে দেশে ফিরেছেন প্রায় ৯০ হাজার প্রবাসী।
Posted: 07:31 PM Apr 20, 2023Updated: 07:31 PM Apr 20, 2023

সুকুমার সরকার, ঢাকা: আসন্ন পবিত্র ইদ-উল-ফিতরের ছুটিতে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে, জনসংযোগ করতে হবে। দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামি লিগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। পাশাপাশি সরকারি প্রকল্পের উপভোক্তাদের খোঁজখবর নিতে বলেছেন তিনি। ধানমণ্ডি আওয়ামি লিগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় ভারচুয়ালি এসব নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

সভায় উপস্থিত নেতারা জানান, ইদের (Eid) ছুটিতে জনসংযোগের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে আরও গতিশীল করার লক্ষ্যে সরকারের উন্নয়নের কাজকর্ম তুলে ধরার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিএনপি-জামাতের ‘সন্ত্রাস’ সম্পর্কে দেশবাসীকে সচেতন করা-সহ সারা দেশের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও দলীয় নেতাদের কর্মীদের বৃক্ষ রোপণ করতেও নির্দেশ দেন আওয়ামি লিগ (Awami League) সভাপতি। সরকারের অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সর্বস্তরের জনগণকে নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এই ভাতাগুলো উপভোক্তাদের কাছে সরাসরি যাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন তিনি। ‘আশ্রয়ণ’ প্রকল্পের সুবিধাভোগীদের কোনও ধরনের সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও সরেজমিনে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

[আরও পড়ুন: জনতার পছন্দের প্রার্থী বিরোধী শিবিরের হলে তৃণমূলের পদক্ষেপ কী? জানালেন অভিষেক

মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদ-উল-ফিতর। আর তা উদযাপনে পরিবারের সঙ্গে দেশে ফিরছেন প্রবাসীরা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, ইদ ঘিরে গত ১৫ দিনে প্রায় ৯০ হাজার প্রবাসী দেশে এসেছেন। বাংলাদেশের জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক মহম্মদ শহিদুল আলমের নেতৃত্বে প্রবাসীদের ইফতার ও শুভেচ্ছাবার্তা সম্বলিত কার্ড উপহার দেওয়া হয়।

[আরও পড়ুন: ম্যাচ জিতেও মোটা অঙ্কের জরিমানা রাহুলকে, কিন্তু কেন?]

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্র জানায়, পবিত্র ইদ উপলক্ষে দিনে গড়ে ৬০০০ প্রবাসী বাংলাদেশে (Bangladesh) আসছেন। এই হিসেবে গত ১৫ দিনে প্রায় ৯০ হাজার প্রবাসী দেশে এসেছেন। প্রবাসীদের এমন শুভেচ্ছা বার্তা বিতরণের একটি ছবি সামাজিক মাধ্যমে (Social Media) অনেকেই শেয়ার করেছেন। এ ছবিতে দেখা যায়, বিএমইটির মহাপরিচালক শহিদুল আলম-সহ অন্যরা ‘ইদে বাড়ি ফেরা অভিবাসী কর্মীদের শুভেচ্ছা’ শীর্ষক একটি ব্যানার নিয়ে বিমানবন্দরের ভিতর দাঁড়িয়ে আছেন। প্রবাসীরা ইমিগ্রেশন পার হয়ে যখন বেরচ্ছেন, তখন তাঁদের হাতে ইফতারের সামগ্রী ও শুভেচ্ছাকার্ড দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement