shono
Advertisement
Bangladesh

কোটা সংস্কারের পর এবার চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি, ইউনুসের বাসভবনের সামনে প্রতিবাদ

বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:20 PM Oct 01, 2024Updated: 08:20 PM Oct 01, 2024

সুকুমার সরকার, ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানে বদল ঘটেছে সরকারের। এবার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে নেমেছেন ছাত্ররা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে গিয়েও প্রতিবাদ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে এর আগে পড়ুয়ারা ঢাকার শাহবাগের সামনে বিক্ষোভ করেন। কিন্তু সোমবার তাঁরা অগ্রসর হন যমুনার দিকে। সামনে গিয়ে প্রতিবাদে দেখান সকলে। তখনই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ সরাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। কারণ সেই সময় ওখানে প্রবল যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, এই বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এর পর যমুনার সামনে সোমবার দিনভর অবস্থান কর্মসূচির পরিবর্তে ফের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা করেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল এদিন সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। পরে আন্দোলনকারীদের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন উপস্থিত চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, তাঁরা সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল আগামীকাল দাবি বাস্তবায়নের জন্য আলোচনায় বসবে। তবে আন্দোলন স্থগিত হবে না। যমুনার পরিবর্তে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণ আন্দোলন করবেন তাঁরা।

আবদুল্লাহ আল মামুন আরও বলেন, "আমরা চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে যমুনায় গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ ইউনুস দীর্ঘ ভ্রমণের পর দেশে ফেরায় অত্যন্ত ক্লান্ত ছিলেন। সে কারণে প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আমাদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আগামীকালের আলোচনার বিষয়ে সাত দিন পর একটি প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা ইউনুসও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি এই দাবিকে যৌক্তিক বলেছেন।"

এদিকে, চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রকের প্রধান সচিব মহম্মদ মোখলেস উর রহমান জানান, এই কমিটির প্রধান করা হয়েছে প্রাক্তন সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে। তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। আগামী ৭ দিনের মধ্যে এই কমিটি পরামর্শ দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানে বদল ঘটেছে সরকারের।
  • এবার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে নেমেছেন ছাত্ররা।
  • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে গিয়েও প্রতিবাদ দেখান তাঁরা।
Advertisement